LightBlog
WB Class 7 Science Model Activity Task 2021 Part - 4 WBBSE সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪
Type Here to Get Search Results !

WB Class 7 Science Model Activity Task 2021 Part - 4 WBBSE সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব - ৪

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

পরিবেশ ও বিজ্ঞান

সপ্তম শ্রেণি


১. ঠিক বাক্যের পাশে ✅আর ভুল বাক্যের পাশে ❌দাও :

১.১ কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই।

উত্তরঃ 


১.২ ভিটামিন D - এর অভাবে বেরিবেরি রোগ হয়।

উত্তরঃ 


১.৩ কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই।

উত্তরঃ 


২. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 

২.১ সমীকরণটি ব্যালান্স করে লেখো : P+ ____ O2 - P4O10 

উত্তরঃ 5


২.২ মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো।

উত্তরঃ আয়োডিন মানবমস্তিস্কের ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে, থাইরক্সিনের উপাদান গঠনে সাহায্য করে।


২.৩ আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও।

উত্তরঃ আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ হল - জ্যাম ও জেলি। 


৩. একটি বা দুটি বাক্যে উদাহরণ দাও : 


৩.১ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখো।

উত্তরঃ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় এবং ধাতব কপার অধঃক্ষিপ্ত হয়।

CuCl2 + Zn = ZnCl2 + Cu↓

এটি প্রতিস্থাপন বিক্রিয়া।


৩.২ কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছারাই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়?

উত্তরঃ ফিল্টার যন্ত্রের সাহায্য ছারাই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরির প্রক্রিয়া -

প্রথমত, জলকে অন্তত ২০ মিনিট ফুঁটিয়ে জলকে বিশুদ্ধ করা যাতে পারে।

দ্বিতীয়ত, জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যাতে পারে।

তৃতীয়ত, জলে প্রায় ৩০ মিনিট ফটকিরি ডুবিয়ে জলকে পানীযোগ্য করা যায়।


৪. তিন-চারটি বাক্যের উত্তর দাও :

৪.১ যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো।

উত্তরঃ 


অতএব, - 40 ⁰ তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠ একই হবে।


৪.২ কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগে কী কী লক্ষণ দেখা যায়?

উত্তরঃ খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিন ও ক্যালোরির অভাবে সাধারনত ১ থেকে ৪ বছরের শিশুদের দেহে এই রোগ দেখা যায়।

     লক্ষণ ঃ কোয়াশিওরকর রোগের প্রধান লক্ষণ দেখা সেগুলি হলও -

(১) শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়।

(২) উদর বেশ বড়ো হয়।

(৩) ত্বক আঁশযুক্ত ও ভঙ্গুর।

(৪) শরীরে রক্তাপ্লতা দেখা যায়।

(৫) হাত - পা ও গলা সরু হয়ে যায়।

(৬) পা ও হাত বেঁকে যায়।

(৭) শরীরের ওজন কমে যায়।

(৮) মাথার চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায়।


Other Model Activity Task : Model Activity Task 2022

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close