Current Affairs / 26-06-2021 Part 3
প্রশ্নঃ শশাঙ্ক কোন্ রাজবংশের রাজা ছিলেন? -
(ক) পাল
(খ) সেন
(গ) গৌড়
(ঘ) কামরূপ
উত্তরঃ (গ) গৌড়
প্রশ্নঃ হাইকোর্টের মুখ্য বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? -
(ক) রাজ্য সরকার
(খ) রাষ্ট্রপতি
(গ) সেই রাজ্যের রাজ্যপাল
(ঘ) ভারতের মুখ্য বিচারপতি
উত্তরঃ (খ) রাষ্ট্রপতি
প্রশ্নঃ মেঘমালাই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? -
(ক) কর্ণাটক
(খ) হিমাচল প্রদেশ
(গ) উত্তরাখন্ড
(ঘ) তামিলনাড়ু
উত্তরঃ (ঘ) তামিলনাড়ু
প্রশ্নঃ বাতাসে কোন্ নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি -
(ক) জেনন
(খ) রেডন
(গ) আর্গন
(ঘ) হিলিয়াম
উত্তরঃ (গ) আর্গন
প্রশ্নঃ শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল -
(ক) আলপস
(খ) পিদুরুতালাগালা
(গ) ইয়াম
(ঘ) থাংশু
উত্তরঃ (খ) পিদুরুতালাগালা
প্রশ্নঃ সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাসের নাম হল -
(ক) হিলিয়াম
(খ) রেডন
(গ) ক্যাপটন
(ঘ) জেনন
উত্তরঃ (খ) রেডন
প্রশ্নঃ হাইড্রোস্কোপ এমন একটি যন্ত্র যা পরিবর্তঙ্গুলি দেখায় -
(ক) জলের নীচের শব্দ
(খ) বায়ুমন্ডলীয় আর্দ্রতা
(গ) তরলের ঘনত্ব
(ঘ) জমির উচ্চতা
উত্তরঃ (ক) জলের নীচের শব্দ ও (গ) তরলের ঘনত্ব
প্রশ্নঃ TAB ভ্যাকসিন কোন্ রোগে দেওয়া হয় -
(ক) কলেরা
(খ) টাইফয়েড
(গ) যক্ষা
(ঘ) ম্যালেরিয়া
উত্তরঃ (খ) টাইফয়েড
প্রশ্নঃ মারাঠা মেকিয়াভেল কাকে বলা হয়? -
(ক) শিবাজী
(খ) নানা ফড়নবীশ
(গ) টিপু সুলতান
(ঘ) রাজারাম
উত্তরঃ (খ) নানা ফড়নবীশ
প্রশ্নঃ সবচেয়ে ভারী অধাতু হল -
(ক) ব্রোমিন
(খ) লিথিয়াম
(গ) আয়োডিন
(ঘ) গ্যালিয়াম
উত্তরঃ (গ) আয়োডিন
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ