Current Affairs / 26-06-2021 Part 2
প্রশ্নঃ DDT হল একটি -
(ক) ভাইরাস
(খ) অ্যান্টিবায়োটিক
(গ) জীবাণুনাশক
(ঘ) ব্যাকটেরিয়া
উত্তরঃ (গ) জীবাণুনাশক
প্রশ্নঃ "ডামালি" কোন্ রাজ্যের প্রচলিত নৃত্য? -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) বিহার
(গ) জম্বু-কাশ্মীর
(ঘ) উড়িষ্যা
উত্তরঃ (গ) জম্বু-কাশ্মীর
প্রশ্নঃ ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হল -
(ক) যোগ
(খ) সাংখ্য
(গ) বৈদেশিক
(ঘ) কর্ম মীমাংসা
উত্তরঃ (খ) সাংখ্য
প্রশ্নঃ লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস কাকে বলে -
(ক) চার্লস মেটাকাফ
(খ) লর্ড কর্ণওলিস
(গ) যোতিবা ফুলে
(ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ক) চার্লস মেটাকাফ
প্রশ্নঃ BCCI - এর সদর দপ্তর কোথায় অবস্থিত? -
(ক) মুম্বাই
(খ) দুবাই
(গ) দিল্লী
(ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ (ক) মুম্বাই
প্রশ্নঃ ফাইলেরিয়া বা গোদ রোগের বাহক -
(ক) স্ত্রী অ্যালোফিলিস মশা
(খ) স্ত্রী কিউলেক্স মশা
(গ) স্ত্রী এডিস মশা
(ঘ) গৃহের মাছি
উত্তরঃ (খ) স্ত্রী কিউলেক্স মশা
প্রশ্নঃ কে বল্লভভাই প্যাটেলকে "সর্দার" আখ্যা দেন -
(ক) জওহরলাল নেহেরু
(খ) সরোজিনী নাইডু
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) মৌলানা আজাদ
উত্তরঃ (গ) মহাত্মা গান্ধী
প্রশ্নঃ কোন্ শহরকে "Tiger Gateway of India" বলা হয়? -
(ক) ভোপাল
(খ) মুম্বাই
(গ) কলকাতা
(ঘ) নাগপুর
উত্তরঃ (ঘ) নাগপুর
প্রশ্নঃ ভারত ইতিহাসের কোন্ যুগের লোক ছিলেন আর্যভট্ট (বিজ্ঞানী) ও বরাহমিহির (গণিতবিদ) ? -
(ক) মৌর্য যুগ
(খ) গুপ্ত যুগ
(গ) পাল যুগ
(ঘ) দিল্লী সুলতানি
উত্তরঃ (খ) গুপ্ত যুগ
প্রশ্নঃ তক্ষশীলা বিখ্যাত ছিল কোন্ ক্ষেত্র হিসাবে? -
(ক) আদি আর্য যুগ
(খ) গান্ধার শিল্প
(গ) গুপ্ত শিল্প
(ঘ) মৌর্য শিল্প
উত্তরঃ (খ) গান্ধার শিল্প
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ