Current Affairs / 26-06-2021 Part 1
প্রশ্নঃ সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ হল -
(ক) সেগুন
(খ) স্বর্ণলতা
(গ) ছত্রাক
(ঘ) স্বর্ণলতা ও ছত্রাক
উত্তরঃ (ঘ) স্বর্ণলতা ও ছত্রাক
প্রশ্নঃ বাংলা "ছিয়াত্তরের মন্বন্তর" ইংরেজিতে কত সালে হয়েছিল? -
(ক) ১৮৭০ সালে
(খ) ১৮৩০ সালে
(গ) ১৭৭০ সালে
(ঘ) ১৭৬৮ সালে
উত্তরঃ (গ) ১৭৭০ সালে
প্রশ্নঃ বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন? -
(ক) কুশিনগর
(খ) বুদ্ধগয়া
(গ) কাশী
(ঘ) সারনাথ
উত্তরঃ (ঘ) সারনাথ
প্রশ্নঃ পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রথম কোথায় প্রবর্তিত হয়? -
(ক) উত্তর প্রদেশ
(খ) হরিয়ানা
(গ) রাজস্থান
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (গ) রাজস্থান
প্রশ্নঃ হরপ্পা সভ্যতার লোকেরা কোন্ দেশের সঙ্গে বাণিজ্য করত? -
(ক) চীন
(খ) ইরান
(গ) রাশিয়া
(ঘ) সুমের
উত্তরঃ (ঘ) সুমের
প্রশ্নঃ "জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া" কোথায় অবস্থিত? -
(ক) কলকাতা
(খ) দেরাদুন
(গ) নিউদিল্লি
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (ক) কলকাতা
প্রশ্নঃ পায়রার বায়ুথলির সংখ্যা হল -
(ক) ৮
(খ) ৯
(গ) ১২
(ঘ) ৬
উত্তরঃ (খ) ৯
প্রশ্নঃ গুপ্তবংশের কোন্ রাজা "লিচ্ছিবিদৌহিত্র" নামে পরিচিত ছিলেন -
(ক) সমুদ্রগুপ্ত
(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(গ) কুমার গুপ্ত
(ঘ) স্কন্ধগুপ্ত
উত্তরঃ (ক) সমুদ্রগুপ্ত
প্রশ্নঃ নাগার্জুনা সাগর পরিকল্পনা কোন্ নদীর তীরে অবস্থিত? -
(ক) গণ্ডক
(খ) মঞ্জিরা
(গ) গোমতী
(ঘ) কৃষ্ণা
উত্তরঃ (ঘ) কৃষ্ণা
প্রশ্নঃ পৃথিবীতে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল কোথায়? -
(ক) গ্রিসে
(খ) মিশরে
(গ) ভারতে
(ঘ) চীনে
উত্তরঃ (ক) গ্রিসে
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ