Current Affairs / 25-06-2021 Part 7
প্রশ্ন: ভূপেন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম কি?
(ক) যুগান্তর
(খ) বন্দেমাতারম
(গ) ফ্রি হিন্দুস্থান
(ঘ) সঞ্জীবনী
উত্তর:(ক) যুগান্তর
প্রশ্ন: মহীশূর শহর কোন নদীর তীরে অবস্থিত?
(ক) সবরমতী
(খ) নর্মদা
(গ) তাপ্তি
(ঘ) কাবেরী
উত্তর:(ঘ) কাবেরী
প্রশ্ন: টরিসেলির শূন্যস্থানে কি থাকে?
(ক) বাষ্প
(খ) জল
(গ) পারদ বাষ্প
(ঘ) কোনটাই নয়
উত্তর:(গ) পারদ বাষ্প
প্রশ্ন: সোনার অলংকার তৈরি সময় সোনার সঙ্গে খাদ হিসেবে কি মেশানো হয়?
(ক) পারদ
(খ) দস্তা
(গ) তামা
(ঘ) অ্যান্টিমনি
উত্তর:(গ) তামা
প্রশ্ন: 'দিপালী সংঘ' প্রতিষ্ঠা করেন-
(ক) লীলা নাগ
(খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(গ) সরলা দেবী চৌধুরানী
(ঘ) বীণা দাস
উত্তর:(ক) লীলা নাগ
প্রশ্ন: তকাভি বলতে কী বোঝায়?
(ক) কৃষক ঋণ
(খ) এক ধরনের উর্বর জমি
(গ) অনুর্বর জমি
(ঘ) কোনটাই নয়
উত্তর:(ক) কৃষক ঋণ
প্রশ্ন: চিল্কালেক হল একটি?
(ক) লবনাক্ত জলের হ্রদ
(খ) স্বাদু জলের হ্রদ
(গ) বর্ষাকালে ইহা স্বাদু জলের হ্রদ
(ঘ) কোনটাই নয়
উত্তর:(ক) লবনাক্ত জলের হ্রদ
প্রশ্ন: কোন পুরস্কারটি সামাজিক কাজকর্মের উপর দেওয়া হয়-
(ক) ধ্যানচাঁদ
(খ) অ্যবেল
(গ) পদ্মবিভূষণ
(ঘ) মূর্তি দেবী
উত্তর(গ) পদ্মবিভূষণ
প্রশ্ন: নিচের কোনটি তরীত চুম্বক হিসেবে কাজ করে?
(ক) তমা
(খ) নিকেল
(গ) কোবাল্ট
(ঘ) লোহা
উত্তর:(ক) তমা
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ