Current Affairs / 21-06-2021 Part 4
প্রশ্নঃ দাঁতের এনামেল _________ দিয়ে গঠিত। -
(ক) পটাশিয়াম ফসফেট
(খ) ক্যালসিয়াম ফসফেট
(গ) সোডিয়াম ফসফেট
(ঘ) ফেরাস ফসফেট
উত্তরঃ (খ) ক্যালসিয়াম ফসফেট
প্রশ্নঃ ফিউজ তার কিসের সংকর? -
(ক) সোনা ও রুপা
(খ) টিন ও লোহা
(গ) সীসা ও ব্রোঞ্জ
(ঘ) টিন ও সীসা
উত্তরঃ (ঘ) টিন ও সীসা
প্রশ্নঃ বুড়াচাপোড়ি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত -
(ক) সিকিম
(খ) আসাম
(গ) ত্রিপুরা
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (খ) আসাম
প্রশ্নঃ আধুনিক অলিম্পিকের সুচনা হয় -
(ক) ১৮৯৬ সালে
(খ) ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে
(গ) ১৯০০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৯৬ সালে
প্রশ্নঃ শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? -
(ক) ক্ষুদ্রান্তে
(খ) বৃহদন্ত্র
(গ) পাকস্থলী
(ঘ) যকৃৎ
উত্তরঃ (ঘ) যকৃৎ
প্রশ্নঃ জনগণমন গানটি প্রথম গাওয়া হয় কত খ্রিস্টাব্দে? -
(ক) ১৮৯৬ সালে
(খ) ১৮৯৯ সালে
(গ) ১৯১১ সালে
(ঘ) ১৯১৪ সালে
উত্তরঃ (গ) ১৯১১ সালে
প্রশ্নঃ ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি -
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) অর্থমন্ত্রী
উত্তরঃ (খ) প্রধানমন্ত্রী
প্রশ্নঃ কোন্ ভূমিরূপের মধ্যে দিয়ে নমর্দা নদী প্রবাহিত হয়েছে? -
(ক) চ্যুতিদ্বারা গঠিত উপত্যকা
(খ) ব-দ্বীপ
(গ) U আকৃতির উপত্যকা
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) চ্যুতিদ্বারা গঠিত উপত্যকা
প্রশ্নঃ ইন্টার ন্যাশনাল অলিম্পিক কমিটি (OIC) এর সদর দপ্তর কোথায়? -
(ক) দুবাই
(খ) নিউইয়র্ক
(গ) জেনেভা
(ঘ) ভিয়েনা
উত্তরঃ (গ) জেনেভা
প্রশ্নঃ ভারত পর্যটন দিবস কোন দিন পালন করা হয়? -
(ক) ২৯ সেপ্টেম্বর
(খ) ৩ মার্চ
(গ) ১৭ মে
(ঘ) ২৭ সেপ্টেম্বর
উত্তরঃ (ঘ) ২৭ সেপ্টেম্বর
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ