Current Affairs / 21-06-2021 Part 5
প্রশ্নঃ মানব দেহের কোন অংশকে 'Master of Master Gland' বলা হয়? -
(ক) পিটুইটারি
(খ) হাইপোথ্যালামাস
(গ) অগ্ন্যাশয়
(ঘ) থাইমাস
উত্তরঃ (খ) হাইপোথ্যালামাস
প্রশ্নঃ প্রধানত ডগরি ভাষা কোথায় ব্যবহার করা হয়? -
(ক) সিকিম
(খ) জম্মু ও কাশ্মির
(গ) ঝারখন্ড
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) জম্মু ও কাশ্মির
প্রশ্নঃ ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্য কোনটি?
(ক) সিকিম
(খ) উত্তরপ্রদেশ
(গ) গোয়া
(ঘ) অরুণাচল প্রদেশ
উত্তরঃ (ক) সিকিম
প্রশ্নঃ পাকা আনারসে কোন অ্যাসিড থাকে -
(ক) অক্সালিক অ্যাসিড
(খ) অকটাইল অ্যাসিটেড অ্যাসিড
(গ) ইথাইল অ্যাসিটেড অ্যাসিড
(ঘ) অ্যামাইল অ্যাসিটেড অ্যাসিড
উত্তরঃ (ঘ) অ্যামাইল অ্যাসিটেড অ্যাসিড
প্রশ্নঃ রান্না করার সময় খাদ্যের কোন উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায়?
(ক) ফ্যাট
(খ) ভিটামিন
(গ) প্রোটিন
(ঘ) কার্বোহাইড্রেট
উত্তরঃ (খ) ভিটামিন
প্রশ্নঃ মীনাক্ষী টেম্পেল কোন রাজ্যে অবস্থিত? -
(ক) কর্নাটক
(খ) কেরালা
(গ) তামিলনাড়ু
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) তামিলনাড়ু
প্রশ্নঃ USB একপ্রকার -
(ক) প্রাইমারি মেমোরি
(খ) সেকেন্ডারি মেমোরি
(গ) টারশিয়ারি মেমোরি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ঘ) উপরের কোনোটিই নয়
প্রশ্নঃ অধিক অক্সিজেনযুক্ত রক্ত বহন করে -
(ক) পোর্টাল শিরা
(খ) সিস্টেমিক শিরা
(গ) করোনারি শিরা
(ঘ) ফুসফুসীয় শিরা
উত্তরঃ (ঘ) ফুসফুসীয় শিরা
প্রশ্নঃ কে 'দীন-ই-ইলাহী' প্রবর্তন করেন? -
(ক) জাহাঙ্গীর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) বাবর
উত্তরঃ (গ) আকবর
প্রশ্নঃ ইসরোর প্রথম চেয়ারম্যান হলেন -
(ক) সতীশ ধাওয়ান
(খ) হোমি জে ভাবা
(গ) বিক্রম সারাভাই
(ঘ) কস্তুরীরাজন
উত্তরঃ (গ) বিক্রম সারাভাই
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ