নবম শ্রেণি
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ৭
নিচে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ মুসোলিনি ইটালিতে ক্ষমতা লাভ করেন -
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২১ খ্রিস্টাব্দে
(গ) ১৯২২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৯২২ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ চোদ্দো দফা শর্ত ঘোষণা করেন -
(ক) লয়েড জর্জ
(খ) উড্রো উইলসন
(গ) দ্বিতীয় উইলিয়াম
(ঘ) লেনিন
উত্তরঃ (খ) উড্রো উইলসন
প্রশ্নঃ সেরাজেভো হত্যাকান্ড সংঘটিত হয় ১৯১৪ খ্রিস্টাব্দের -
(ক) ১৭ মে
(খ) ২৮ জুন
(গ) ২৯ জুলাই
(ঘ) ১৮ আগস্ট
উত্তরঃ (খ) ২৮ জুন
প্রশ্নঃ নাৎসি দলে সংগীতের রচয়িতা ছিলেন -
(ক) হোয়েরিং
(খ) হোর্স্ট ওয়েসেল
(গ) ওয়াগনার
(ঘ) হিটলার
উত্তরঃ (গ) ওয়াগনার
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল -
(ক) আগাদির ঘটনা
(খ) মরক্কো সংকট
(গ) সেরাজেভোর হত্যাকান্ড
(ঘ) বলকান সংকট
উত্তরঃ (গ) সেরাজেভোর হত্যাকান্ড
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ