নবম শ্রেণি
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ৬
নিচে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ সোভিয়েত রাশিয়ার প্রথম বিদেশমন্ত্রী হন -
(ক) কেরেনস্কি
(খ) লেনিন
(গ) ট্রটস্কি
(ঘ) প্রিন্স জর্জ লুভভ
উত্তরঃ (গ) ট্রটস্কি
প্রশ্নঃ সর্ব-স্লাভ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন -
(ক) রাশিয়া
(খ) সার্বিয়া
(গ) অস্ট্রিয়া
(ঘ) প্রাশিয়া
উত্তরঃ (খ) সার্বিয়া
প্রশ্নঃ নতুন অর্থনৈতিক নীতি ঘোষনা করেন -
(ক) দ্বিতীয় নিকোলাস
(খ) স্ট্যালিন
(গ) মলোটভ
(ঘ) লেনিন
উত্তরঃ (ঘ) লেনিন
প্রশ্নঃ বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল -
(ক) চেকোস্লোভাকিয়া
(খ) সোভিয়েত রাশিয়া
(গ) আমেরিকা
(ঘ) পোল্যান্ড
উত্তরঃ (খ) সোভিয়েত রাশিয়া
প্রশ্নঃ হিটালারের তৈরি নাৎসি দলের পুরো নাম হল -
(ক) ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি অব জার্মান
(খ) জার্মান সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি
(গ) ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি
(ঘ) ন্যাশনাল জার্মান সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি
উত্তরঃ (গ) ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ