নবম শ্রেণি
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ৩
নিচে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : ইসক্রা পত্রিকা প্রকাশ করেন -
(ক) স্তালিন
(খ) লেনিন
(গ) প্রিন্স লুভভ
(ঘ) ট্রটস্কি
উত্তর : (খ) লেনিন
প্রশ্ন : রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল -
(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
প্রশ্ন : রাশিয়ার নৈরাজ্যবাদী চিন্তাবিদ ছিলেন -
(ক) তলস্তয়
(খ) কাল মার্কস
(গ) বুকানিন
(ঘ) তুর্গেনিভ
উত্তর : (গ) বুকানিন
প্রশ্ন : কার নেতৃত্বে রাশিয়ায় কাল সন্ত্রাসের রাজত্ব শুরু হয় -
(ক) ফাদার গ্যাপনের
(খ) কাউন্ট উইটির
(গ) রাজপুটিনের
(ঘ) স্টোলিপিনের
উত্তর : (ঘ) স্টোলিপিনের
প্রশ্ন : সোভিয়েত পার্লামেন্টের নাম -
(ক) ডায়েট
(খ) হোয়াইট হাউস
(গ) সেনেট
(ঘ) ডুমা
উত্তর : (ঘ) ডুমা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ