নবম শ্রেণি
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ২
নিচে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : রাশিয়ার ভূমি দাসদের তাদের প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল -
(ক) চার বছর
(খ) পাঁচ বছর
(গ) ছয় বছর
(ঘ) সাত বছর
উত্তর : (গ) ছয় বছর
প্রশ্ন : রাশিয়ার কোন বংশের রাজা জার উপাধি গ্রহণ করতেন -
(ক) বুরবোঁ
(খ) রোমানভ
(গ) হ্যাপসবার্গ
(ঘ) স্যাভয়
উত্তর : (খ) রোমানভ
প্রশ্ন : সাইক্লোন পরিকল্পনা গ্রহণ করেছিলেন -
(ক) ইংল্যান্ড
(খ) জার্মানি
(গ) রাশিয়া
(ঘ) ফ্রান্স
উত্তর : (গ) রাশিয়া
প্রশ্ন : উদারনৈতিক জার নামে পরিচিত ছিলেন -
(ক) প্রথম আলেকজান্ডার
(খ) দ্বিতীয় আলেকজান্ডার
(গ) প্রথম নিকোলাস
(ঘ) দ্বিতীয় নিকোলাস
উত্তর : (ক) প্রথম আলেকজান্ডার
প্রশ্ন : কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত -
(ক) পিটার দ্য গ্রেট
(খ) চতুর্থ আইভান
(গ) দ্বিতীয় ক্যাথারিন
(ঘ) মিখাইল রোমানভ
উত্তর : (ক) পিটার দ্য গ্রেট
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ