নবম শ্রেণি
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ১৮
নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল্ এলায়েন্স-এর প্রধান সদস্য কারা ছিল?
উত্তরঃ জার্মানি, আস্ট্রিয়া ও ইটলি হল ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল্ এলায়েন্স-এর প্রধান সদস্য।
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কবে হয়েছিল?
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল ১৯১৪ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাঁত এর প্রধান সদস্য কারা ছিল?
উত্তরঃ ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া হল ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাঁত এর প্রধান সদস্য।
প্রশ্নঃ কোন্ সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?
উত্তরঃ ভার্সাই সন্ধির দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী কয়েকটি আন্তর্জাতিক সংকটের নাম উল্লেখ করো।
উত্তিরঃ মরক্কো সংকট, বলকান সংকট ও আগাদির ঘটনা হল প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী কয়েকটি আন্তর্জাতিক সংকটের নাম।
প্রশ্নঃ সেরাজেভোর হত্যাকান্ড কে ঘটিয়েছিল?
উত্তরঃ ইউনিয়ন অব ডেথ নামে এক সন্ত্রাসবাদী সংস্থার সদস্য ন্যাভরিলা প্রিন্সেপ সেরাজেভোর হত্যাকান্ড ঘটিয়েছিলেন।
প্রশ্নঃ সেরাজেভোর হত্যাকান্ড কবে হয়েছিল?
উত্তরঃ ১৯১৪ খ্রিস্টাব্দে সেরাজেভোর হত্যাকান্ড হয়েছিল।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ