নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ১৯
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী অক্ষশক্তি ভুক্ত দেশ গুলির নাম লেখ।
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী অক্ষশক্তি ভুক্ত প্রধান দেশ গুলি ছিল জার্মানি, অষ্ট্রিয়া, তুরস্ক, বালিগেড়িয়া প্রভৃতি।
প্রশ্ন : হুভার স্থগিতকরণ কবে থেকে কার্যকারী হয়?
উত্তর : ১৯৩১ খ্রিস্টাব্দের পহেলা জুন থেকে পরবর্তী এক বছরের জন্য হুভার স্থগিতকরন কার্যকারী হয়।
প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধে পূর্ব রণাঙ্গনের কোন যুদ্ধে জার্মানির কাছে রাশিয়া পরাজিত হয়?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধের আগে রণাঙ্গনের টোটেনবার্গের এর যুদ্ধে জার্মানি কাছে রাশিয়া পরাজিত হয়।
প্রশ্ন : ভার্সাই সন্ধির দ্বারা কে পোলিশ করিডোর লাভ করেন?
উত্তর : ভার্সাই সন্ধি দেখা পোল্যান্ড পোলিশ করিডোর লাভ করে।
প্রশ্ন : স্পেনে কার নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়?
উত্তর : স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন : কবে ও কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন : কে এবং কবে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন?
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৯ খ্রিস্টাব্দে চোদ্দো দফা নীতি ঘোষণা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ