নবম শ্রেণি
ভূগোল সাজেশন
পঞ্চম অধ্যায়
আবহবিকার
পর্ব ৬
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : সোয়ালো হোল, সিঙ্কহোল সৃষ্টি হয় কোন রাসায়নিক আবহবিকারে? -
(ক) আদ্র বিশ্লেষণ
(খ) জলযোজন
(গ) কার্বনেশন
(ঘ) জারণ
উত্তর : (গ) কার্বনেশন
প্রশ্ন : ধীর গতির পুঞ্জিত ক্ষয় হল -
(ক) ভূমি প্রবাহ
(খ) মৃত্তিকা স্খলন
(গ) কর্দম প্রবাহ
(ঘ) ভূপাত
উত্তর : (খ) মৃত্তিকা স্খলন
প্রশ্ন : ভূমিরূপের ভাস্কর্য নির্মাণের প্রথম ধাপ -
(ক) আবহবিকার
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) ক্ষয়ীভবন
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (ক) আবহবিকার
প্রশ্ন : দ্রুতগতির পুঞ্জিত ক্ষয় হল -
(ক) মৃত্তিকা স্খলন
(খ) শিলা স্খলন
(গ) ভূমি প্রবাহ
(ঘ) ট্যালাস স্খলন
উত্তর : (গ) ভূমি প্রবাহ
প্রশ্ন : ভূমি ভাগের উচ্চতা পরিবর্তন হয় -
(ক) ক্ষয়ীভবনে
(খ) পুঞ্জিত ক্ষয়ে
(গ) আবহবিকারে
(ঘ) ওপরের কোনোটিই নয়
উত্তর : (ক) ক্ষয়ীভবনে
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ