প্রশ্ন ঃ "তপনের চোখ মার্বেল হয়ে গেল।" - 'চোখ মার্বেল' হয়ে যাওয়ার ব্যাপারটি ব্যাখ্যা করো।
উত্তরঃ 👉 আলোচ্য লাইনটি আশাপূর্ণা দেবীর লেখা 'জ্ঞানচক্ষু' গল্প থেকে নেওয়া হয়েছে।
👉 এখানে 'চোখ মার্বেল' হয়ে যাওয়ার অর্থ হল - অবাক হওয়ার জন্য চোখ গোল হয়ে যাওয়া।
👉 গল্পের কেন্দ্রিয় চরিত্র তপন আগে মনে করত কবি, লেখক ও সাহিত্যিকরা কোনো সাধারন মানুষ নয়। কিন্তু যখন তপন শুনল তার নতুন মেসোমশাই একজন লেখক এবং তাঁর অনেক লেখা ছাপাও হয়েছে, এই কথাগুলো সে যখন শুনেছিল তখন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। লেখক বা কবি বা সাহিত্যিক সম্পর্কে তপনের সেই ধারণা মিথ্যা এবং এত কাছে থেকে কোনো একজন সাহিত্যিককে দেখে তপনের চোখ মার্বেল হয়েছিল।
Thank you it was very helpful
উত্তরমুছুনVery helpful and better than others channels
উত্তরমুছুনMCQ A Acha মার্বেল হয়ে যাওয়া আলাদা আর চোখ গোল হয়ে যাওয়া আলাদা
উত্তরমুছুন