LightBlog
Madhyamik Bengali Suggestion 2021 - জ্ঞানচক্ষু - আশাপূর্ণা দেবী - Madhyamik Bengali Online Free Mock Test - Part 3
Type Here to Get Search Results !

Madhyamik Bengali Suggestion 2021 - জ্ঞানচক্ষু - আশাপূর্ণা দেবী - Madhyamik Bengali Online Free Mock Test - Part 3

নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ 

 

প্রশ্নঃ  "এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।" - কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল?

উত্তরঃ লেখক, সাহিত্যিক এরাও যে তার অন্যান্য পরিবারের লোকেদের মত সাধারন মানুষ হয় এই বিষয়ে তপনের বিশেষ সন্দেহ ছিল।

প্রশ্নঃ "তপনদের মতোই মানুষ।" - একথা বলার কারণ কি ছিল?
উত্তরঃ তপন জানত যে যারা বইয়ের লেখকের হন তারা কোন সাধারন মানুষ নন। তপনের নতুন লেখক মেসোর সাধারণ জীবন যাত্রা দেখে তপনের মনে হয় তিনিও তাদের মতই একজন সাধারন মানুষ।

প্রশ্নঃ "সেই দিকে ধাবিত হয়।" - কে এবং কোন দিকে ধাবিত হয়েছিল?
উত্তরঃ তপনের ছোট মাসি তপনের লেখা নতুন গল্পটি নিয়ে তার স্বামীকে দেখানোর উদ্দেশ্যে সেই ঘরের দিকে ধাবিত হয়।

প্রশ্নঃ "তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।" - কে এবং কখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়?
উত্তরঃ নতুন গল্প লেখা প্রসঙ্গে যখন সে নতুন মেসোর সঙ্গে কথা বলার সময় তার মুখে করুনার ছাপ দেখতে পায়, তখন সে আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে পড়ে।

প্রশ্নঃ "এটা খুব ভালো।" এখানে 'খুব ভালো' বলতে কিসের কথা বোঝানো হয়েছে?
উত্তরঃ তপনের লেখা গল্প তার লেখক মেসোকে দেখানোর পর সেই গল্পের বিষয় নির্বাচন প্রসঙ্গে একটা ভালো বিষয় বলে উল্লেখ করেন।

প্রশ্নঃ "যেন নেশায় পেয়েছে।" - কাকে এবং কিসের নেশায় পেয়েছে?
উত্তরঃ তপনের সাহিত্যিক হওয়ার জন্য তার গল্প লেখার নেশায় পেয়েছে।

প্রশ্নঃ "মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন।" - মেসোর হাসির কারণ কি ছিল?
উত্তরঃ তপনের লেখা গল্পের কিছু কিছু কারেকশান করে তপনের ছোট মেসো সম্পাদকের কাছে জমা দেওয়ায় সেটি প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সম্পূর্ণ তার নিজের সফলতা দেখানোর জন্য তিনি মৃদু মৃদু হাসতে থাকেন।

প্রশ্নঃ "গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।" - তার সেই আহ্লাদটি খুঁজে না পাওয়ার কারণ কি ছিল?
উত্তরঃ বিখ্যাত পত্রিকা সন্ধ্যাতারায় তপনের কাঁচা হাতের লেখাটি প্রকাশের আগে ছোটোমেসোর কারেকশান করে দেওয়াতে সম্পূর্ণ কৃতিত্বটাই তার ছোটোমেসোর হয়ে যায়। তাই এই বিষয়ে গল্পটা ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা তপনের হওয়ার কথা ছিল সেই আহ্লাদটা খুঁজে পাওয়া যায় না।

প্রশ্নঃ "তপন আর পড়তে পারে না।" - তপনের আর পড়তে না পারার কারণ কি ছিল?
উত্তরঃ তপনের মায়ের কথাই যখন তপন নিজের লেখা গল্পটি সে পড়তে থাকে তখন সে দেখে সম্পূর্ণ বইটি তার ছোট মেসো কারেকশান বদলে দিয়েছেন। তখন সে রাগে, অভিমানে আর বইটি পড়তে পারে না।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close