নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
চতুর্থ অধ্যায়
শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
পর্ব ১০
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : কাকে এবং কেন শ্রমিকদের বন্ধু বলা হত?
উত্তর : ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নকে শ্রমিকদের প্রতি তার অগাধ সহানুভূতির জন্য তাকে শ্রমিকদের বন্ধু বলা হত।
প্রশ্ন : স্পিনিং জেনি কে এবং কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন?
উত্তর : ১৭৬৫ খ্রিস্টাব্দে হারগ্রীভস স্পিনিং জেনি আবিষ্কার করেন।
প্রশ্ন : কবে এবং কাদের উদ্যোগে "লন্ডন ওয়ার্ক ইন মেনস অ্যাসোসিয়েশন" গড়ে ওঠে?
উত্তর : উইলিয়াম লোভেট ও ফ্রান্সিস প্লেস এর নেতৃত্বে ১৮৩৬ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লন্ডন শহরে "লন্ডন ওয়ার্ক ইন মেনস অ্যাসোসিয়েশন" বা "লন্ডন শ্রমিক সমিতি" গড়ে ওঠে।
প্রশ্ন : ইংল্যান্ডে কোন আইনের সাহায্যে শ্রমিকদের সব ধরনের সমিতি নিষিদ্ধ করা হয়?
উত্তর : ইংল্যান্ডে হেবিয়াস কর্পাস নামক আইনের সাহায্যে শ্রমিকদের সব ধরনের সভা-সমিতি গুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়।
প্রশ্ন : সেফটি ল্যাম্প কে এবং কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন?
উত্তর : ১৮১৫ খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি আবিষ্কার করেন।
প্রশ্ন : কে লুডাইট দাঙ্গায় নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর : ইংল্যান্ডের নেড লুড লুডাইট দাঙ্গা নেতৃত্ব দিয়েছিলেন।
প্রশ্ন : রবার্ট ওয়েন এর নেতৃত্বে গঠিত শ্রমিক ইউনিয়ন টির নাম কি?
উত্তর : ১৮৩৩ খ্রিস্টাব্দে রবার্ট ওয়েন এর নেতৃত্বে গঠিত শ্রমিক ইউনিয়ন টি হল "গ্র্যান্ড কনসোলিডেটেড ন্যাশনাল ট্রেড ইউনিয়ন"।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ