নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
চতুর্থ অধ্যায়
শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
পর্ব ৯
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : চার্টস্টি আন্দোলন কি?
উত্তর : উনবিংশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের শিল্প ও শ্রমিকরা ভোট অধিকারের দাবিতে যে আন্দোলন শুরু করেছিল তা চার্টস্টি আন্দোলন নামে পরিচিত।
প্রশ্ন: ফ্রান্সের সর্বপ্রথম কবে, কোথায় রেলপথ স্থাপিত হয়?
উত্তর: ফ্রান্সের সর্বপ্রথম ১৮৩৭ খ্রিস্টাব্দে প্যারিস থেকে সাঁ জেরমাঁ পর্যন্ত রেলপথ স্থাপিত হয়।
প্রশ্ন : ইংল্যান্ডে কোন শিল্পে প্রথম বিপ্লব ঘটতে দেখা দিয়েছিল?
উত্তর : ইংল্যান্ডে বস্ত্র বয়ন শিল্পের বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র আবিষ্কারের মাধ্যমে প্রথম শিল্প বিপ্লব ঘটতে দেখা দিয়েছিল।
প্রশ্ন: ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম লেখ?
উত্তর: ফরাসি শিল্পে মূলধন সরবরাহকারী দুটি ব্যাংকের নাম হল "ক্রেদি ফঁসিয়ে" ও "ক্রেদি মবিলিয়ে"।
প্রশ্ন : শিল্প কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা ইংল্যান্ডে দুটি শহরের নাম লেখ।
উত্তর : ইংল্যান্ডের শিল্প কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা দুটি প্রধান শহরের নাম হল ম্যানচেস্টার এবং লিভারপুল।
প্রশ্ন : জার্মানিতে সর্বপ্রথম কবে কোথায় রেলপথ চালু হয়?
উত্তর : জার্মানির বাভেরিয়া শহরে ১৮৩৫ খ্রীস্টাব্দে সর্বপ্রথম রেলপথ চালু হয়।
প্রশ্ন : শিল্প বিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি যন্ত্রের নাম উল্লেখ করো।
উত্তর : ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে গড়ে ওঠা দুটি যন্ত্রের নাম হল ফ্লাইং শাটল ও স্পিনিং মিল।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ