নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
চতুর্থ অধ্যায়
শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
পর্ব ৭
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন: 'কঙ্গো ফ্রি স্টেট' গঠন করে -
(ক) ইংল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) জার্মানি
(ঘ) বেলজিয়াম
উত্তর: (ঘ) বেলজিয়াম
প্রশ্নঃ সেরোজেভো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল -
(ক) প্রথম বিশ্বযুদ্ধ
(খ) চীন জাপান যুদ্ধ
(গ) গ্রিস তুরস্ক যুদ্ধ
(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর: (ক) প্রথম বিশ্বযুদ্ধ
প্রশ্ন: সুয়েজ খাল খনন করে -
(ক) স্পেন
(খ) জার্মানি
(গ) ইংল্যান্ড
(ঘ) ফ্রান্স
উত্তর: (ঘ) ফ্রান্স
প্রশ্ন: কোন ঘটনাকে কেন্দ্র করে ১৯১৪ খ্রিষ্টাব্দে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়? -
(ক) বলকান সংকট
(খ) সেডানের যুদ্ধ
(গ) মরক্কো সংকট
(ঘ) সেরাজেভোর হত্যাকাণ্ড
উত্তর : (ঘ) সেরাজেভোর হত্যাকাণ্ড
প্রশ্ন: 'স্পিনিং মিউল' আবিষ্কার করেন -
(ক) জন স্মিটন
(খ) আর্করাইট
(গ) ক্রম্পটন
(ঘ) জেমস ওয়াট
উত্তর: (ঘ) জেমস ওয়াট
নবম শ্রেনী সকল বিষয়ের সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ