নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
চতুর্থ অধ্যায়
শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
পর্ব ৬
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীগুলির উত্তর দাও :
প্রশ্ন: প্রথম অহিফেন যুদ্ধ চীনের প্রতিপক্ষ ছিলেন -
(ক) ফ্রান্স ও জার্মানি
(খ) ইংল্যান্ড ও ফ্রান্স
(গ) ফ্রান্স ও রাশিয়া
(ঘ) রাশিয়া ও জাপান
উত্তর: (খ) ইংল্যান্ড ও ফ্রান্স
প্রশ্ন: প্রথম আফ্রিকার অভ্যন্তরভাগ সম্পর্কে সর্বাধিক তথ্য সংগ্রহ করে -
(ক) বেলজিয়াম
(খ) ইংল্যান্ড
(গ) জাপান
(ঘ) আমেরিকা
উত্তর: (ক) বেলজিয়াম
প্রশ্ন: ফরাসি ইন্দোচীন গঠিত হয় -
(ক) ১৮৭৭ খ্রিষ্টাব্দ
(খ) ১৮৯০ খ্রিষ্টাব্দ
(গ) ১৮৮০ খ্রিষ্টাব্দ
(ঘ) ১৮৮৭ খ্রিষ্টাব্দ
উত্তর: (ঘ) ১৮৮৭ খ্রিষ্টাব্দ
প্রশ্ন:'ডেইকাইজারবুন্ড'-এর সদস্যরা হলেন -
(ক) জার্মানি, ইটালি, অস্ট্রিয়া
(খ) জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া
(গ) জার্মানি, অস্ট্রিয়া, ইংল্যান্ড
(ঘ) ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া
উত্তর:(খ) জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া
প্রশ্ন: আফ্রিকার আলজেরিয়াতে উপনিবেশ স্থাপন করেছিল -
(ক) রাশিয়া
(খ) ইংল্যান্ড
(গ) ফ্রান্স
(ঘ) আমেরিকা
উত্তর: (গ) ফ্রান্স
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ