নবম শ্রেণি
ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
পর্ব ৬
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : ভারতের দাক্ষিণাত্যের মালভূমিটির আকৃতি হল -
(ক) গোলাকার
(খ) চৌকাকার
(গ) ত্রিভুজাকার
(ঘ) ডিম্বাকার
উত্তর : (গ) ত্রিভুজাকার
প্রশ্ন : কর্নাটকের মালভূমি হল একটি -
(ক) পর্বত বেষ্টিত মালভূমি
(খ) হেলেনো মালভূমি
(গ) ব্যবচ্ছিন্ন মালভূমি
(ঘ) চ্যুতি মালভূমি
উত্তর : (গ) ব্যবচ্ছিন্ন মালভূমি
প্রশ্ন : আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ দেখতে অনেকটা -
(ক) ঘোড়ার পায়ের মতো
(খ) পাখির পায়ের মতো
(গ) তলোয়ারের মতো
(ঘ) মানুষের পায়ের মতো
উত্তর : (খ) পাখির পায়ের মতো
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম সমভূমি হল -
(ক) চাঁদ সমভূমি
(খ) সুন্দরবনের সমভূমি
(গ) ইউরেশিয়া সমভূমি
(ঘ) করমন্ডল সমভূমি
উত্তর : (গ) ইউরেশিয়া সমভূমি
প্রশ্ন : গ্রীনল্যান্ড হল একটি -
(ক) মরু মালভূমি
(খ) লাভা মালভূমি
(গ) ব্যবচ্ছিন্ন মালভূমি
(ঘ) তুষার মালভূমি
উত্তর : (ঘ) তুষার মালভূমি
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ