নবম শ্রেণি
ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
পর্ব ৫
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : পামির মালভূমি হল পৃথিবীর উচ্চতম মালভূমি, তাই পামির মালভূমিকে বলা হয় -
(ক) মালভূমির কেন্দ্রস্থল
(খ) পৃথিবীর ছাদ
(গ) মালভূমির উৎস স্থল
(ঘ) প্রবেশপথ
উত্তর : (খ) পৃথিবীর ছাদ
প্রশ্ন : ভারতের একটি ক্ষয়জাত পর্বত হলো -
(ক) বিন্ধ্য পর্বত
(খ) সাতপুরা পর্বত
(গ) পশ্চিমঘাট পর্বত
(ঘ) আরাবল্লী পর্বত
উত্তর : (ঘ) আরাবল্লী পর্বত
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বৃহত্তম ডাইক অবস্থিত হলো -
(ক) কানাডায়
(খ) আমেরিকায়
(গ) ইউক্রেনে
(ঘ) জিম্বাবুয়েতে
উত্তর : (ঘ) জিম্বাবুয়েতে
প্রশ্ন : পর্বতের উৎপত্তির সর্বাধুনিক মতবাদটি হলো -
(ক) মহীখাত তত্ত্ব
(খ) জোয়ার ভাটা তত্ত্ব
(গ) পাত সংস্থান তত্ত্ব
(ঘ) চলমান মহাদেশ তত্ত্ব
উত্তর : (গ) পাত সংস্থান তত্ত্ব
প্রশ্ন : মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমিটি হল -
(ক) প্লাবনভূমি
(খ) সমপ্রায় ভূমি
(গ) পেডিমেন্ট
(ঘ) হ্রদ সমভূমি
উত্তর : (গ) পেডিমেন্ট
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ