নবম শ্রেণী
ভূগোল সাজেশন
দ্বিতীয় অধ্যায়
পৃথিবীর গতি সমূহ
পর্ব ৩
বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ যে গতির দ্বারা পৃথিবী নিজ মেরুদন্ডের ওপর প্রায় ২৪ ঘন্টায় একপাক ঘুরছে, সেই গতির নাম কী? -
(ক) আবর্তন গতি
(খ) বার্ষিক গতি
(গ) অক্ষের গতি
(ঘ) পরিক্রমণ গতি
উত্তরঃ (ক) আবর্তন গতি
প্রশ্নঃ জলবিষুবের দিনটি হলো –
(ক) 23শে জুন
(খ) 23শে আগস্ট
(গ) 23শে সেপ্টেম্বর
(ঘ) 23শে নভেম্বর
উত্তরঃ- (গ) 23শে সেপ্টেম্বর
প্রশ্নঃ যে নির্দিষ্ট রেখা বরাবর দিন ও রাত্রির অর্ধাংশ দুটি পৃথক থাকে তাকে কী বলে? -
(ক) উষা
(খ) গোধূলি
(গ) ছায়াবৃত্ত
(ঘ) সন্ধ্যা
উত্তরঃ (গ) ছায়াবৃত্ত
প্রশ্নঃ পৃথিবীর পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে প্রায় –
(ক) 20 কিমি
(খ) 30 কিমি
(গ) 40 কিমি
(ঘ) 50 কিমি
উত্তরঃ- (খ) 30 কিমি
প্রশ্নঃ সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে কী বলে? -
(ক) রাত্রি
(খ) দিন
(গ) মধ্যাহ্ণ
(ঘ) উষা
উত্তরঃ (ঘ) উষা
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ