নবম শ্রেণী
ভূগোল সাজেশন
দ্বিতীয় অধ্যায়
পৃথিবীর গতি সমূহ
পর্ব ৪
বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ মহাবিষুব হয় –
(ক) 21শে মার্চ
(খ) 21শে জুন
(গ) 23শে সেপ্টেম্বর
(ঘ) 22শে ডিসেম্বর
উত্তরঃ- (ক) 21শে মার্চ তারিখে
প্রশ্নঃ উষ্ণতার তারতম্য অনুসারে প্রতিটি বছরকে কীসের ভিত্তিতে ভাগ করা হয়? -
(ক) ঋতু
(খ) ঋতু পরিবর্তন
(গ) জলবায়ুর পার্থক্য
(ঘ) এর কোনোটিই নয়
উত্তরঃ (ক) ঋতু
প্রশ্নঃ নিম্নলিখিত কোন্ শতাব্দী বছর অধিবর্ষ নয় –
(ক) 1600
(খ) 2000
(গ) 2100
(ঘ) 2400
উত্তরঃ- (গ) 2100
প্রশ্নঃ ৪ জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যে কোন্ অবস্থান দেখা -
(ক) অপসূর
(খ) অনুসূর
(গ) জলবিষুব
(ঘ) মহাবিষুব
উত্তরঃ (ক) অপসূর
প্রশ্নঃ ৩রা জানুয়ারি সূর্য ও পৃথিবীর মধ্যে কোন্ অবস্থান দেখা যায় -
(ক) অনুসূর
(খ) অপসূর
(গ) মূলমধ্যরেখা
(ঘ) এর কোনোটিই নয়
উত্তরঃ (ক) অনুসূর
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ