নবম শ্রেণী
ভূগোল সাজেশন
প্রথম অধ্যায়
গ্রহরূপে পৃথিবী
পর্ব ৯
অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ সর্বপ্রথম GEOID শব্দটি কোন্ বিজ্ঞানী ব্যবহার করেন?
উত্তরঃ জোহান বেনডিক্ট লিসটিং।
প্রশ্নঃ মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম লেখ।
উত্তরঃ- ফোবস ও ডিমস
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম অংশের নাম কি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত।
প্রশ্নঃ বৃহস্পতির দুটি উপগ্রহের নাম লেখ।
উত্তরঃ- গ্যানিমিড ও ইউরোপা
প্রশ্নঃ মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন?
উত্তরঃ মঙ্গলের মাটিতে লোহার পরিমান বেশি আছে বলে।
প্রশ্নঃ শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম লেখ।
উত্তরঃ- টাইটান
প্রশ্নঃ সূর্য থেকে বিভিন্ন গ্রহগুলির দূরত্ব কোন্ এককে মাপা হয়?
উত্তরঃ আলোকবর্ষ
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ