নবম শ্রেণী
ভূগোল সাজেশন
প্রথম অধ্যায়
গ্রহরূপে পৃথিবী
পর্ব ১০
অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ জিওড শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন?
উত্তরঃ- জোহান বেনডিক্ট লিসটিং
প্রশ্নঃ পৃথিবীর ক্ষেত্রফল কত?
উত্তরঃ ৫০ কোটি ৯৮ লক্ষ বর্গকিমি।
প্রশ্নঃ গ্রহের চূর্ণবিচূর্ণ অবস্থাকে কী বলা হয়?
উত্তরঃ গ্রহাণু।
প্রশ্নঃ পৃথিবীর আনুমানিক বয়স কত?
উত্তরঃ- ৪৬০ কোটি
প্রশ্নঃ কুপার বেল্টের শেষ অংশের নাম কি?
উত্তরঃ উরট্ ক্লাউড্।
প্রশ্নঃ নীল গ্রহ কাকে বলে?
উত্তরঃ- পৃথীবিকে
প্রশ্নঃ পৃথিবীপৃষ্ঠের সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন?
উত্তরঃ পৃথিবীর আকৃতি অভিগত গোলক বলে।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ