নবম শ্রেণি
বাংলা সাজেশন
চন্দ্রনাথ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
পর্ব ১১
নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : "অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইয়া কিশোর চন্দ্রনাথ।" - চন্দ্রনাথের যে রূপের বর্ণনা কথক দিয়েছেন তা নিজের ভাষায় লেখ। চন্দ্রনাথের স্বভাবের সঙ্গে এর কি সম্পর্ক?
প্রশ্ন : "কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়" - উক্তিটি কার? কেন এমন তুলনার প্রসঙ্গ এসেছে চন্দ্রনাথ গল্প অবলম্বনে তা উল্লেখ করো।
প্রশ্ন : "চন্দ্রনাথের শহিত সংস্রব রাখিব না। মনে মনে সংকল্প টা দৃঢ় করিতেছিলাম।" - কোন ঘটনার জন্য কত এই সিদ্ধান্তে পৌছে ছিলেন? শেষ পর্যন্ত চন্দ্রনাথ সম্পর্কে তার মনোভাব কি হয়েছিল?
প্রশ্ন : "চন্দ্রনাথের আঘাতেই সমস্ত স্কুলটা চঞ্চল, বিক্ষুব্ধ হয়ে উঠিয়াছে" - চন্দ্রনাথ যে আঘাত করেছিল তার কারণ কি ছিল? এর জন্য তাকে কি ফল ভোগ করতে হয়েছিল?
প্রশ্ন : "উৎসবের বিপুল সমাহার সেখানে" - কিসের জন্য উৎসব? উৎসবটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই উৎসব সম্পর্কে চন্দ্রনাথের প্রতিক্রিয়া কি ছিল?
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ