নবম শ্রেণি
বাংলা সাজেশন
চন্দ্রনাথ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
পর্ব ১০
নিচের ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : "চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে গেছে" - উক্তিটি কার? চন্দ্রনাথ কাকে, কি চিঠি দিয়ে গেছে?
প্রশ্ন : "একটা দীর্ঘনিশ্বাস ফেলিয়া মাস্টারমশাই নীরবেই চলিয়া গেলেন" - মাস্টারমশায়ের এই দীর্ঘ নিশ্বাসের কারণ আলোচনা করো।
প্রশ্ন : "কিন্তু সেদিন সেখানে তাহার কথা আমি তুলিতে পারি নাই।" - কেন বক্তা এ কথা বলেছেন তা চন্দ্রনাথ গল্প অবলম্বনে উল্লেখ করো।
প্রশ্ন : "এইটেই আমার কাছে তার স্মৃতিচিহ্ন" - কিসের কথা বলা হয়েছে? সেটাই শেষ স্মৃতিচিহ্ন কেন ছিল?
প্রশ্ন : "ছাত্র তাহার অধিকারের গণ্ডি পার হলেই সে আর 'তুই' নয় তখন সে 'তুমি' হইয়া যায় তাহার কাছে।" - চন্দ্রনাথ গল্প অবলম্বনে এই মন্তব্যটি আলোচনা করো।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ