নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব - ৩
নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখমাত্র কে ছিলেন?
(ক) যাজকরা
(খ) অভিজাতরা
(গ) সাঁকুলোৎরা
(ঘ) বুর্জোয়ারা
উত্তর ঃ (ঘ) বুর্জোয়ারা
প্রশ্ন ঃ ১৭৮৬ খ্রিস্টাব্দে ফ্রান্সে অর্থমন্ত্রী কে ছিলেন?
(ক) ক্যালোন
(খ) ব্রিঁয়া
(গ) তুর্গো
(ঘ) নেকার
উত্তর ঃ (ক) ক্যালোন
প্রশ্ন ঃ ফ্রান্সে ধর্মকরের নাম কি ছিল?
(ক) টাইদ
(খ) ক্যাপিটেশন
(গ) টাইলে
(ঘ) গ্যাবেল
উত্তর ঃ (ক) টাইদ
প্রশ্ন ঃ ফরাসি বিপ্লবকে 'অভিজাত বিপ্লব' কে বলেছিলেন?
(ক) মাতিয়ে
(খ) মিরাবো
(গ) আবে সিইয়েস
(ঘ) লেফেভর
উত্তর ঃ (ঘ) লেফেভর
প্রশ্ন ঃ ফ্রান্সকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুকর' কে বলেছেন?
(ক) মন্তেস্কু
(খ) রুশো
(গ) ভলতেয়ার
(ঘ) অ্যাডাম স্মিথ
উত্তর ঃ (ঘ) অ্যাডাম স্মিথ
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ