নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব ৪
নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ 'দ্য স্পিরিট অব লজ' গ্রন্থটি কে রচনা করেন?
(ক) রুশো
(খ) অ্যাডাম স্মিথ
(গ) মন্তেস্কু
(ঘ) ভলতেয়ার
উত্তর ঃ (গ) মন্তেস্কু
প্রশ্নঃ বিপল্পবের অব্যবহিত পূর্বে ফরাসি সমাজকাঠামো ছিল মধ্যযুগীয় -
(ক) সামজতান্ত্রিক
(খ) রাজতান্ত্রিক
(গ) সামন্ততান্ত্রিক
(ঘ) একনায়কতান্ত্রিক
উত্তর ঃ (খ) রাজতান্ত্রিক
প্রশ্নঃ 'দ্য পার্সিয়ান লেটার্স' গ্রন্থটি কে রচনা করেন?
(ক) ডেনিস দিদেরো
(খ) মন্তেস্কু
(গ) রুশো
(ঘ) ভলতেয়ার
উত্তর ঃ (খ) মন্তেস্কু
প্রশ্নঃ ষোড়শ লুইকে হত্যা করা হয়েছিল -
(ক) ১৭৯৩ খ্রিঃ ২১ জানুয়ারি
(খ) ১৭৯৩ খ্রিঃ ৩০ জানুয়ারি
(গ) ১৭৯৩ খ্রিঃ ১৪ জুলাই
(ঘ) ১৭৯৩ খ্রিঃ ২১ ফেব্রুয়ারি
উত্তর ঃ (ক) ১৭৯৩ খ্রিঃ ২১ জানুয়ারি
প্রশ্নঃ 'দার্শনিকের অভিধান' গ্রন্থটি রচনা করেন -
(ক) ভলতেয়ার
(খ) অ্যাডাম স্মিথ
(গ) রূশো
(ঘ) ভলতেয়ার
উত্তর ঃ (ঘ) ভলতেয়ার
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ