নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব ১৪
নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
বিবৃতি : ফরাসি জনতা বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল।
ব্যাখ্যা ১ : বাস্তিল দুর্গের কোন ফরাসি আশ্রয় পেত না।
ব্যাখ্যা ২ : বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক।
ব্যাখ্যা ৩ : বাস্তিল দুর্গ ছিল বিদেশিদের দুর্গ।
উত্তর : ব্যাখ্যা ২ : বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক।
বিবৃতি : ফরাসি রাজা ষোড়শ লুই ১৭৮৯ খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন ডাকেন।
ব্যাখ্যা ১ : ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর চাপে জাতীয় সভার অধিবেশন ডাকতে বাধ্য হন।
ব্যাখ্যা ২ : ষোড়শ লুই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে জাতীয় সভার অধিবেশন ডাকেন।
ব্যাখ্যা ৩ : বাণিজ্য স্থির করার উদ্দেশ্যে ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন ডাকেন।
উত্তর : ব্যাখ্যা ২ : ষোড়শ লুই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে জাতীয় সভার অধিবেশন ডাকেন।
বিবৃতি : ষোড়শ লুই এর আমলে ফরাসি রাজকোষ শূন্য হয়ে যায়।
ব্যাখ্যা ১ : রাজপরিবার অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করে।
ব্যাখ্যা ২ : বৈদেশিক আক্রমণ কারীরা রাজকোষের অর্থ লুট করে নিয়ে যায়।
ব্যাখ্যা ৩ : দেশের দুর্ভিক্ষ মোকাবিলায় রাজকোষের অর্থ ব্যয় হয়ে যায়।
উত্তর : ব্যাখ্যা ১ : রাজপরিবার অকাতরে রাজকোষের অর্থ ব্যয় করে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ