নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব ১৩
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : কোন বিখ্যাত ভারতীয় ফ্রান্সের জ্যাকোবিন দলের সদস্য পদ গ্রহণ করেন?
উত্তর : মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন দলের সদস্য পদ গ্রহণ করেছিলেন।
প্রশ্ন : গিলোটিন যন্ত্রটি কে আবিষ্কার করেন?
উত্তর : ডক্টর গিলোটিন নামক এক বিখ্যাত ফরাসি ডাক্তার গিলোটিন যন্ত্রটি আবিষ্কার করেন।
প্রশ্ন : ফ্রান্স ভামির যুদ্ধ কোন দেশকে পরাজিত করে?
উত্তর : প্রাশিয়া দেশকে পরাজিত করেছিল।
প্রশ্ন : অ্যাসাইটেন কি?
উত্তর : ফ্রান্সে প্রবর্তিত কাগজের মুদ্রাকে অ্যাসাইটেন বলে।
প্রশ্ন : ফ্রান্সের জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো।
উত্তর : ফ্রান্সের জ্যাকোবিন দলের একজন মহিলা নেত্রীর নাম হল রোঁলা।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ