নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব - ১
নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল?
(ক) ত্রয়োদশ লুইএর আমলে
(খ) চতুর্দশ লুইএর আমলে
(গ) পঞ্চদশ লুইএর আমলে
(ঘ) ষোড়শ লুইএর আমলে
উত্তর ঃ (ঘ) ষোড়শ লুইএর আমলে
প্রশ্নঃ ফ্রান্সের আইনসভা হল -
(ক) পার্লামেন্ট
(খ) ডুমা
(গ) স্টেট জেনারেল
(ঘ) রাইখস্ট্যাগ
উত্তরঃ (গ) স্টেট জেনারেল
প্রশ্নঃ ফরাসি বিপ্লবের পূর্বে শতকরা পঁচানব্বই ভাগ রাজস্ব আদায় করা হত -
(ক) প্রথম সম্প্রদায়ের কাছ থেকে
(খ) দ্বিতীয় সম্প্রদায়ের কাছ থেকে
(গ) তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে
(ঘ) চতুর্থ সম্প্রদায়ের কাছ থেকে
উত্তরঃ (গ) তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে
প্রশ্নঃ দ্বিতীয় ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত খ্রস্টাব্দে?
(ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
উত্তর ঃ (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
প্রশ্ন ঃ ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল -
(ক) যাজকরা
(খ) অভিজাতরা
(গ) ধনী বুর্জোয়ারা
(ঘ) সাঁকুলেৎরা
উত্তর ঃ (গ) ধনী বুর্জোয়ারা
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ