নবম শ্রেণী
বাংলা সাজেশন
ভাঙার গান
কাজী নজরুল ইসলাম
পর্ব ১
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'ভাঙার গান' কবিতাটি কার লেখা?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) জমির উদ্দিন
(ঘ) শামসুর রহমান
উত্তর: (ক) কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ 'পাষাণ বেদী'-কিসের?
(ক) ঈশান পূজার
(খ) শিকল পূজার
(গ) জমাট রক্তের
(ঘ) দেবীর পূজার
উত্তর: (খ) শিকল পূজার
প্রশ্নঃ 'নিশান' শব্দটির অর্থ হলো-
(ক) পতাকা
(খ) রাত্রি
(গ) নিশানা
(ঘ) চিহ্ন
উত্তর: (ক) পতাকা
প্রশ্নঃ "গাজনের বাজনা বাজা"-'গাজন' কোন দেবতার উৎসব?
(ক) মনসার
(খ) চন্ডী
(গ) সত্যপীর
(ঘ) মহাদেব
উত্তর: (ঘ) মহাদেব
প্রশ্নঃ পাগলা ভোলা কে?
(ক) ব্রম্মা
(খ) পবন দেব
(গ) মহাদেব
(ঘ) ইন্দ্রদেব
উত্তর: (গ) মহাদেব
প্রশ্নঃ "কাঁধে নে দুন্দুভি ঢাক" - দুন্দুভি হল -
(ক) শিঙা
(খ) দামামা
(গ) শঙ্খ
(ঘ) বাঁশি
উত্তর: (খ) দামামা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ