নবম শ্রেণী
বাংলা সাজেশন
ইলিয়াস
লিও তলস্তয়
পর্ব ৬
নিচের ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : "নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন।" - ইলিয়াস কে? তার সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ।
প্রশ্ন : "ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো" - কার উন্নতির কথা বলা হয়েছে? কিভাবে তার অবস্থার উন্নতি হয়েছিল।
প্রশ্ন : "ভাগ্য যেন চাকার মতো ঘোরে" - উক্তিটি কে এবং কাকে উদ্দেশ্য করে বলেছে? বক্তার এমন মন্তব্যের কারন উল্লেখ করো।
প্রশ্ন : "আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে" - কাকে এবং কেন ঈর্ষা করে তা লেখো।
প্রশ্ন : "এটা খুবই জ্ঞানের কথা" - উক্তিটির বক্তা কে? জ্ঞানের কথাটি নিজের ভাষায় উল্লেখ করো।
প্রশ্ন : "সে একেবারে সর্বহারা হয়ে পড়ল" - কি এবং কিভাবে সর্বহারা হয়ে পড়েছিল তা লেখ।
প্রশ্ন : "ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো" - কাদের এবং কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল?
প্রশ্ন : "তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মহম্মদ শার দুঃখ হতো" - কোন দুটি মানুষের কথা এখানে বলা হয়েছে? তাদের সম্পন্ন বলার কারণ কি ছিল?



উত্তরমুছুনভাগ্য যেন চাকার মতো ঘোরে-বকতার এমন বকতবের কারন কিন