নবম শ্রেণী
বাংলা
ইলিয়াস
লিও তলস্তয়
পর্ব ১
বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ 'ইলিয়াস নামে একজন বাসকির বাস করত'-ইলিয়াস বাস করত -
(ক) ব্রিটেনে
(খ) উফা প্রদেশ
(গ) রাশিয়ায়
(ঘ) মস্কোয়
উত্তর: (খ) উফা প্রদেশ
প্রশ্নঃ 'এইতার যা কিছুই বিষয়-সম্পত্তি'-কার কথা বলা হয়েছে?
(ক) অতিথি
(খ) মহম্মদ শা
(গ) শামশেমাগি
(ঘ) ইলিয়াস
উত্তর: (ঘ) ইলিয়াস
প্রশ্নঃ 'পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল'-ইলিয়াসের সম্পত্তি ছিল-
(ক) সাতটা ঘোটকী দুটো গরু আর কুড়িটা ভেড়া
(খ) চারটি ঘোটকী, পাঁচটা গরু, হাজারটা ভেড়া।
(গ) দুশো ঘোড়া, দেড়শ গরু মোষ, আর বারোশো ভেড়া
(ঘ) তিন ঘোড়া, একশো মোষ, পনেরশো ভেড়া
উত্তর: (গ) দুশো ঘোড়া, দেড়শ গরু মোষ, আর বারোশো ভেড়া
প্রশ্নঃ 'পাশের পাশের সকলেই তাকে ঈর্ষা করে' - ঈর্ষা করার কারণ
(ক) ইলিয়াসের নাম যশ প্রচুর
(খ) ইলিয়াসের তখন খুব বোলবোলাও
(গ) ইলিয়াস ভাগ্যবান পুরুষ
(ঘ) ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক
উত্তর: (খ) ইলিয়াসের তখন খুব বোলবোলাও
প্রশ্নঃ 'ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো' - তাদের তাড়িয়ে দেওয়ার কারণ -
(ক) ছোট ছেলে ঝগড়াটে বউ বিয়ে করে বাপের আদেশ অমান্য করেছিল
(খ) গরু মোষ অনেক মারা গিয়েছিল
(গ) ছোট ছেলে মারামারি করছিল
(ঘ) ভেড়ার পালে মড়ক লেগেছিল
উত্তর: (ক) ছোট ছেলে ঝগড়াটে বউ বিয়ে করে বাপের আদেশ অমান্য করেছিল।
প্রশ্নঃ 'ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো' - একথা বলেছিল -
(ক) মোল্লা
(খ) শামশেমাগি
(গ) মহম্মদ শা
(ঘ) অতিথিরা
উত্তর: (গ) মহম্মদ শা
প্রশ্নঃ 'কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়োশ হয়ে উঠল' - আয়েশী হয়ে উঠেছিল -
(ক) ইলিয়াসের ছেলেমেয়েরা
(খ) মহম্মদ শা ও তার স্ত্রী
(গ) ইলিয়াস ও তার স্ত্রী
(ঘ) অতিথিরা
উত্তর: (ক) ইলিয়াসের ছেলেমেয়েরা
প্রশ্নঃ 'বুড়ো বুড়ি কে রেখে মহম্মদ শার লাভ হল' - কারণ -
(ক) সব কাজই তারা ভালোভাবে করতে পারত
(খ) নিজেরা একদিন মনিব ছিল
(গ) তারা সাধ্যমত কাজকর্ম করত
(ঘ) তারা অলস নয়
উত্তর: (ক) সব কাজই তারা ভালোভাবে করতে পারত
প্রশ্নঃ 'একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলে।' - আত্মীয় এসেছিল -
(ক) ইলিয়াসের কাছে
(খ) মোল্লার কাছে
(গ) ইলিয়াসের মেয়ের কাছে
(ঘ) মহম্মদ শার কাছে
উত্তর: (ঘ) মহম্মদ শার কাছে
প্রশ্নঃ "এই সম্পন্ন মানুষ দুটির দূরবস্থা দেখে মহম্মদ শার দুঃখ হতো" - সম্পন্ন মানুষ দুটি হল -
(ক) ইলিয়াসের দুই ছেলে
(খ) ইলিয়াস ও তার স্ত্রী
(গ) মোল্লা ও তার স্ত্রী
(ঘ) মোহাম্মদ শা ও তার স্ত্রী
উত্তর:(খ) ইলিয়াস ও তার স্ত্রী



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ