নবম শ্রেণী
বাংলা
ইলিয়াস
লিও তলস্তয়
পর্ব ২
বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ তাকে দেখেতে পেয়ে মহম্মদ শাহ অতিথিদের বলল -
(ক) আমি তাকে দেখিনি। কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবেন কিছুই আছে নাকি?
(খ) যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি?
(গ) লোকটিকে কখনও চোখে দেখিনি
(ঘ) একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল
উত্তর: (খ) যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি?
প্রশ্নঃ 'আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে' - একথা বলেছিল
(ক) মহম্মদ শা ইলিয়াসকে
(খ) মহম্মদ শা অতিথিকে
(গ) মহম্মদ শা মোল্লাকে
(ঘ)মহম্মদ শা শামশেমাগি
উত্তর: (ক) মহম্মদ শা ইলিয়াসকে
প্রশ্নঃ 'এই হল আমার মনের কথা'-মনের কথাটি কি?
(ক) যখন আমরা ভাড়াটে মানুষের মতন বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যি কারের সুখ
(খ) বুড়ো বা আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না
(গ) ঈশ্বরের কাছে প্রার্থনা করব সময় নেই
(ঘ) একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথায় চাড়া দিত
উত্তর: (ক) যখন আমরা ভারতে মানুষের মতন বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যি কারের সুখ
প্রশ্নঃ 'তখন মোল্লা বললেন'-মোল্লা বলেছিলেন -
(ক) সুখী জীবন কাকে বলে কোনদিন বুঝিনি
(খ) ঈশ্বর আমাদের কাছের সত্যকে উন্মুক্ত করেছেন
(গ) ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে
(ঘ) যা বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য
উত্তর: (গ) ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে
প্রশ্নঃ 'অতিথিরা বিহ্মিত'-অতিথিদের বিহ্মিত হবার কারন -
(ক) ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে
(খ) তাদের কল্যাণের জন্য এ কথা বলেছে তারা
(গ) অর্ধশতাব্দী ধরে তারা সুখ খুঁজেছে
(ঘ) আজ তারা সুখের সন্ধান পেয়েছে
উত্তর: (ক) ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে
প্রশ্নঃ 'যখন তার বাবা মারা গেল সে না ধনী, না দরিদ্র'-কার কথা বলা হয়েছে -
(ক)অতিথিরা
(খ) শামশেমাগি
(গ) মোল্লা
(ঘ) ইলিয়াস
উত্তর: (ঘ) ইলিয়াস
(ক) আমি তাকে দেখিনি। কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবেন কিছুই আছে নাকি?
(খ) যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি?
(গ) লোকটিকে কখনও চোখে দেখিনি
(ঘ) একসময় সে এই তল্লাটের সবচেয়ে ধনী ছিল
উত্তর: (খ) যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি?
প্রশ্নঃ 'আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে' - একথা বলেছিল
(ক) মহম্মদ শা ইলিয়াসকে
(খ) মহম্মদ শা অতিথিকে
(গ) মহম্মদ শা মোল্লাকে
(ঘ)মহম্মদ শা শামশেমাগি
উত্তর: (ক) মহম্মদ শা ইলিয়াসকে
প্রশ্নঃ 'এই হল আমার মনের কথা'-মনের কথাটি কি?
(ক) যখন আমরা ভাড়াটে মানুষের মতন বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যি কারের সুখ
(খ) বুড়ো বা আমার এক মুহূর্তের জন্যও শান্তি ছিল না
(গ) ঈশ্বরের কাছে প্রার্থনা করব সময় নেই
(ঘ) একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথায় চাড়া দিত
উত্তর: (ক) যখন আমরা ভারতে মানুষের মতন বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যি কারের সুখ
প্রশ্নঃ 'তখন মোল্লা বললেন'-মোল্লা বলেছিলেন -
(ক) সুখী জীবন কাকে বলে কোনদিন বুঝিনি
(খ) ঈশ্বর আমাদের কাছের সত্যকে উন্মুক্ত করেছেন
(গ) ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে
(ঘ) যা বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য
উত্তর: (গ) ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে
প্রশ্নঃ 'অতিথিরা বিহ্মিত'-অতিথিদের বিহ্মিত হবার কারন -
(ক) ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে
(খ) তাদের কল্যাণের জন্য এ কথা বলেছে তারা
(গ) অর্ধশতাব্দী ধরে তারা সুখ খুঁজেছে
(ঘ) আজ তারা সুখের সন্ধান পেয়েছে
উত্তর: (ক) ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে
প্রশ্নঃ 'যখন তার বাবা মারা গেল সে না ধনী, না দরিদ্র'-কার কথা বলা হয়েছে -
(ক)অতিথিরা
(খ) শামশেমাগি
(গ) মোল্লা
(ঘ) ইলিয়াস
উত্তর: (ঘ) ইলিয়াস
প্রশ্নঃ 'ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল'-ইলিয়াসের প্রতিবেশী ছিল -
(ক) মোল্লা
(খ) মহম্মদ শা
(গ) অতিথিরা
(ঘ) শামশেমাগি
উত্তর:(খ) মহম্মদ শা
প্রশ্নঃ 'তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল' - ঘোড়াগুলি চুরি করেছিল -
(ক) কিরবিজরা
(খ) ইলিয়াসের বিতাড়িত পুত্র
(গ) ইলিয়াস
(ঘ) অতিথিরা
উত্তর:(ক) কিরবিজরা
প্রশ্নঃ 'সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা '- বোঁচকায় ছিল -
(ক) কম্বল, ঘোড়ার জিন, তাবু
(খ) লোমের তৈরি কোর্ট, জুতো, আর বুট
(গ) চা, কুমিস, মাংস, শরবত
(ঘ) অনেক মূল্যবান জিনিস
উত্তর: (খ) লোমের তৈরি কোর্ট, জুতো, আর বোট
প্রশ্নঃ 'সে একেবারে সর্বহারা হয়ে পড়ল' - সর্বহারা হয়েছিল
(ক) মেয়েটি মারা যাওয়ার পর
(খ) আসল অবস্থা বুঝে উঠবার আগেই
(গ) শরীরের জোর কমে গেলে
(ঘ) বড় ছেলে মারা যাওয়ার পর
উত্তর: (খ) আসল অবস্থা বুঝে উঠবার আগেই



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ