নবম শ্রেণী
বাংলা সাজেশন
খেয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
পর্ব ৪
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলি উত্তর দাও :
প্রশ্নঃ 'খেয়া' কবিতাটি কার লেখা?
উত্তর: খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন কাব্য গ্রন্থে খেয়া কবিতাটি সংকলিত হয়েছে?
উত্তর: রবীন্দ্রনাথের চৈতালি কাব্যগ্রন্থ থেকে খেয়া কবিতাটি সংকলিত হয়েছে।
প্রশ্নঃ 'খেয়া' কবিতাটিতে কয়টি গ্রামের কথা কবি বলেছেন?
উত্তর: দুটি গ্রামের কথা কবি বলেছেন।
প্রশ্নঃ খেয়ানৌকা কোথায় পারাপার করে?
উত্তর: খেয়ানৌকা নদীর স্রোতে পারাপার করে।
প্রশ্নঃ খেয়া যাত্রীরা কোথায় পারাপার করে?
খেয়া যাত্রীরা কেউ ঘরে যায়, কেউবা ঘর থেকে আসে।
Ooooooo dada cholbe
উত্তরমুছুনki montobbo likhbo
উত্তরমুছুন