নবম শ্রেণী
বাংলা সাজেশন
ভাঙার গান
কাজী নজরুল ইসলাম
পর্ব ৪
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ "নাচে ওই কালবোশাখী"-'কালবৈশাখী' কিসের প্রতীক?
উত্তর: কালবৈশাখী অর্থাৎ কালবৈশাখী ঝড় একাধারে ধ্বংস ও সৃষ্টির প্রতীক।
প্রশ্নঃ 'পাগল ভোলা'কে? কাকে পাগল ভোলা বলা হয়েছে?
উত্তর: মহাদেবের অন্য নাম পাগল ভোলা। স্বাধীনতাকামী শস্ত্র তরুণদের পাগল ভোলা বলা হয়েছে।
প্রশ্নঃ "মৃত্যুকে ডাক জীবনপানে"-কে ডাকবে?
উত্তর: পাগলা ভোলা অর্থাৎ তরুণ স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুকে জীবন পানে ডাকবে অর্থাৎ হাসিমুখে বরণ করবে।
প্রশ্নঃ 'বন্দিশালায় আগুন জ্বালা'-কে কাকে একথা বলেছেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম স্বাধীনতাকামী তরুণদের একথা বলেছে।
প্রশ্নঃ সব বন্দিশালাকে... কবি কি করতে চেয়েছেন?
উত্তর: লাথি মেরে সব বন্দীশালার তালা ভেঙে ফেলতে বলেছেন, আগুন জ্বালাতে বলেছেন ও সে গুলোকে উপরে ফেলতে চেয়েছেন।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ