নবম শ্রেণী
বাংলা সাজেশন
ভাঙার গান
কাজী নজরুল ইসলাম
পর্ব ৩
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ "লাথি মার ভাঙরে তালা"-কিসের তালা কবি ভাঙতে বলেছেন?
উত্তর: ইংরেজ শাসকের তৈরি কারাগারের তালা কবি ভাঙতে বলেছে।
প্রশ্নঃ কবিতাটি কোভিদ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: কবিতাটি কবির ভাঙার গান নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
প্রশ্নঃ "ভগবান পরবে ফাঁসি"-কে ভগবানকে ফাঁসি দিতে চায়?
উত্তর: অত্যাচারী ইংরেজ শাসক ভগবান কে ফাঁসি দিতে চায়।
প্রশ্নঃ "আগুন জ্বালা, আগুন জ্বালা"-কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন?
উত্তর: ইংরেজরা বীর স্বাধীনতা সংগ্রামীদের যেসব কারাগারে বন্দি রয়েছে, কবি সেখানে আগুন জ্বালাতে বলেছেন।
প্রশ্নঃ কবি গাজনের বাজনা বাজাবার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন?
উত্তর: কোভিদ গাজনের বাজনা বাজানোর মধ্যে দিয়ে নতুন পথে যাত্রা করার কথা বলেছেন।
উত্তর: ইংরেজ শাসকের তৈরি কারাগারের তালা কবি ভাঙতে বলেছে।
প্রশ্নঃ কবিতাটি কোভিদ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: কবিতাটি কবির ভাঙার গান নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
প্রশ্নঃ "ভগবান পরবে ফাঁসি"-কে ভগবানকে ফাঁসি দিতে চায়?
উত্তর: অত্যাচারী ইংরেজ শাসক ভগবান কে ফাঁসি দিতে চায়।
প্রশ্নঃ "আগুন জ্বালা, আগুন জ্বালা"-কবি কোথায় আগুন জ্বালাতে বলেছেন?
উত্তর: ইংরেজরা বীর স্বাধীনতা সংগ্রামীদের যেসব কারাগারে বন্দি রয়েছে, কবি সেখানে আগুন জ্বালাতে বলেছেন।
প্রশ্নঃ কবি গাজনের বাজনা বাজাবার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন?
উত্তর: কোভিদ গাজনের বাজনা বাজানোর মধ্যে দিয়ে নতুন পথে যাত্রা করার কথা বলেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ