উচ্চ মাধ্যমিক
দর্শন
পঞ্চম অধ্যায়
নিরপেক্ষ ন্যায়
নিচের রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ নিম্নলিখিত যুক্তিগুলোকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং বৈধতা বিচার করো :
(ক) কেবল কবিরাই ভাবপ্রবণ। তাই সুকান্ত নিশ্চয়ই কবি, কারণ সে ভাবপ্রবণ।
(খ) এই খবরটি এত ভালো যে সত্য হতে পারে না।
(গ) সে কাপুরুষ, কেননা সে মিথ্যেবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ।
(ঘ) সব চকচকে বস্তু সোনা নয় / হিরে সোনা নয়। সুতরাং হিরে চকচক করে না।
(ঙ) সে এত দুর্বল যে হাঁটতে পারে না।
(চ) সে নিশ্চয়ই কাপুরুষ কেননা সে অসৎ এবং সব কাপুরুষরাই অসৎ।
(ছ) কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সত্যবাদী ব্যক্তিরাই শ্রদ্ধার যোগ্য। সুতরাং শ্রদ্ধার যোগ্য সব ব্যক্তিরা সৎ।
প্রমাণ করো :
(ক) O বচন দ্বিতীয় সংস্থানের প্রধান আশ্রয়বাক্য হতে পারেনা।
(খ) দ্বিতীয় সংস্থানের সিদ্ধান্ত অবশ্যই নঞর্থক হবে।
(গ) O বচন প্রথম সংস্থানের আশ্রয় বাক্য হতে পারেনা।
(ঘ) প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নঞর্থক হলে বৈধ সিদ্ধান্ত সম্ভব নয়।
(ঙ) যদি সিদ্ধান্তটি A বচন হয় তাহলে অনুমানটি অবশ্যই প্রথম সংস্থানের হবে।
উদাহরণসহ ব্যাখ্যা করো :
(ক) অবৈধ পক্ষ দোষ
(খ) অব্যাপ্য হেতু দোষ
(গ) অবৈধ সাধ্য দোষ
(ঘ) দুটি আশ্রয় বাক্য নঞর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না।
(ঙ) চারিপদ ঘটিত দোষ
সম্পূর্ন সাজেশনটি পেতেঃ এইখানে ক্লিক করুণ
Tags Line
------------------
philosophy logic questions and answers in bengali
philosophy logic in bengali pdf
class 12 philosophy book in bengali pdf
class 12 philosophy book in bengali pdf download
philosophy questions and answers pdf
class 11 philosophy question and answer 2020
class 12 philosophy suggestion 2020
hs bengali question answer 2019
class 11 philosophy book in bengali pdf
উত্তরমুছুনউত্তর সহব্যাখ্যা করোনিরপেক্ষ ন্যায়ের সাধ্য পক্ষ হেতু পদের কাজ
সে এত ভালো যে কঠোর হতে পারি না
মুছুনপ্রথমে এখানে পারে না হবে
মুছুনযুক্তির আকার-
(E) কোনো ভালো ব্যক্তি নয় কঠো র ব্যক্তি ।
(A) সে হয় ভালো ব্যক্তি।
(E) সে নয় কঠোর ব্যক্তি।
সংস্থান - : M - P
S-M
S-P
প্রথম সংস্থান
দোষ - X
মূর্তি - EAE (CELARENT)
বিচার টা নিজের কাজে থাকলে লিখ নিজে
সে অবশ্যই ভীরু , কারন সে অসৎ এবং অসৎ লোকেরাই ভীরু। এর বৈধতা বিচার করো এবং সংস্থান ও মূতী উল্লেখ করো ।
উত্তরমুছুননিরপেক্ষ
মুছুনbastu badira karj
মুছুনঘোড়া টি এতো দুর্বল যে হাট তেই পারে না
উত্তরমুছুনএটার উত্তর কি ?
মুছুনসকল শ্রদ্ধেয় ব্যক্তি হয় অধ্যাপক
উত্তরমুছুনNanda Mondal
উত্তরমুছুনযদি সাফল্যের হার বেশি হয়, তবে পরীক্ষার মান নিচু হবে। পরীক্ষার মান নিচু।সুতরাং সাফল্যের হার অবশ্যই বেশি হবে। প্রাকল্পিক ন্যায়
উত্তরমুছুনসে অবশ্যই ভীরু কারণ সে অসৎ এবং কেবল অসৎ লোকেরাই ভীরু
উত্তরমুছুন