মডেল অ্যাক্টিভিটি টাস্ক
class 9
ইতিহাস
তৃতীয় পরীক্ষার প্রস্তুতি জন্য
নীচের প্রশ্নগুলির চারটি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখোঃ
- বিপ্লব - পূর্ব ফরাসি অর্থনীতিকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' হিসেবে চিহ্নিত করেছেন -
(ক) হেলভেটিয়াস
(খ) মরেলি
(গ) দেনিস দিদেরো
(ঘ) অ্যাডাম স্মিথ
- কোন্ ঘটনা (১৭৯৩) নেপোলিয়নকে 'ব্রিগেডিয়ার জেনারেল' পদে উন্নীত করে?
(ক) কর্সিকার বন্ধুর ভূমি
(খ) দুর্জয় মনোভাব
(গ) ফরাসি বন্দর তুলোঁ অধিকার
(ঘ) রাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা
- নেপোলিয়ন পবিত্র রোমান সাম্রাজ্যের পতন ঘটান -
(ক) ১৮০২ খ্রিঃ
(খ) ১৮০৪ খ্রিঃ
(গ) ১৮০৬ খ্রিঃ
(ঘ) ১৮০৮ খ্রিঃ
- ভিয়েনা সম্মেলনে ব্রিটিশ রাজপ্রতিনিধি ছিলেন -
(ক) তৃতীয় ফ্রেডরিক
(খ) হার্ডেনবার্গ
(গ) ডিউক অফ ওয়েলিংটন
(ঘ) প্রথম ফ্রান্সিস
- রোবসপিয়রের হত্যা ও জেকোবিন শাসনের সমাপ্তি কবে ঘটে?
(ক) ১৭৯১ খ্রিঃ
(খ) ১৭৯২ খ্রিঃ
(গ) ১৭৯৩ খ্রিঃ
(ঘ) ১৭৯৪ খ্রিঃ
- ইউরোপে পুনর্জাগরণের ক্ষেত্রে _______________ 'রিসর্জিমেন্টো' পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
(ক) ম্যাৎসিনি
(খ) কাউন্ট ক্যাভুর
(গ) গ্যারিবল্ডি
(ঘ) আন্তেনিও সিসেরি
- 'শ্রমিকের কোনো দেশ নেই' - উক্তিটি করেছেন -
(ক) ফ্রেডারিক এঙ্গেলস
(খ) ঐতিহাসিক থমসন
(গ) জে এ হবসন
(ঘ) কার্ল মার্কস
- এক জার, এক চার্চ, এক রাশিয়া - এই আদর্শে বিশ্বাসী ছিলেন -
(ক) জার দ্বিতীয় আলেকজান্ডার
(খ) জার তৃতীয় আলেকজান্ডার
(গ) জার দ্বিতীয় নিকোলাস
(ঘ) ভিক্টর ইমান্যুয়েল
- 'বিশ্ব অর্থনীতির মন্দা' এর যুগ নামে পরিচিত -
(ক) ১৯১৪ - ১৯১৯ খ্রিঃ
(খ) ১৯২০ - ১৯২৮ খ্রিঃ
(গ) ১৯২৯ - ১৯৩১ খ্রিঃ
(ঘ) ১৯৩৯ - ১৯৪৫ খ্রিঃ
- জার্মান বাহিনী 'অপারেশন টাইফুন' শুরু করে কোন্ দেশের বিরুদ্ধে?
(ক) ফ্রান্স
(খ) রাশিয়া
(গ) ইংল্যান্ড
(ঘ) গ্রিস ও যুগোশ্লাভিয়া
সম্পূর্ণ সাজেশনটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
--------------------------------------------
model activity task class 9 history
model activity task class 9 west bengal board
model activity task - class 9 pdf
model activity task class 9 mathematics
model activity task class 9 life science
model activity task -- class 9 -- history pdf
model activity task class 9 history part-3
model activity task class 9 history part -2
model activity task class 9 history part-1
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ