মডেল অ্যাক্টিভিটি টাস্ক
class 9
ইতিহাস
তৃতীয় পরীক্ষার প্রস্তুতি জন্য
সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোঃ
- ফরাসি বিপ্লবের 'অগ্নিময় তরবারি' বলা হয় -
(ক) রুশোকে
(খ) ভলতেয়ারকে
(গ) নেপোলিয়নকে
(ঘ) রোপসপিয়রকে
- ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন -
(ক) নেপোলিয়ান
(খ) অষ্টাদশ লুই
(গ) তালেরাঁ
(ঘ) দশম চার্লস
- 'কনফেডারেশন অফ দ্য রাইন' গঠন করেন -
(ক) বিসমার্ক
(খ) নেপোলিয়ন
(গ) ক্যাভুর
(ঘ) ম্যাৎসিনি
- রাশিয়ার 1917 খ্রিঃ বলশেভিক বিপ্লবে নেতৃত্ব দেন -
(ক) মেনশেভিক দল
(খ) সমাজতান্ত্রিক দল
(গ) বলশেভিক দল
(ঘ) নাৎসি দল
- 'সুয়েজ খাল' কোন্ দুটি সাগরকে যুক্ত করেছে?
(ক) ভূমধ্যসাগর ও আরব সাগর
(খ) বঙ্গোপসাগর ও আরবসাগর
(গ) কৃষ্ণসাগর ও লোহিত সাগর
(ঘ) ভূমধ্যসাগর ও লোহিত সাগর
- বলশেভিক দলের মুখপাত্র ছিল -
(ক) ইসক্রা
(খ) জেমস্টভো
(গ) এপ্রিল থিসিস
(ঘ) প্রাভদা
- 'তোষণনীতির' প্রবর্তক ছিলেন -
(ক) উড্রো উইলসন
(খ) নেভিল চেম্বারলেন
(গ) উইনস্টন চার্চিল
(ঘ) জোসেফ স্ট্যালিন
- রুশ - জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় -
(ক) ১৯৩৮ খ্রিঃ
(খ) ১৯৩৯ খ্রিঃ
(গ) ১৯৪১ খ্রিঃ
(ঘ) ১৯৪৫ খ্রিঃ
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 'ক্যাশ অ্যান্ড ক্যারি' নীতি গ্রহণ করে -
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) ইংল্যান্ড
(ঘ) রাশিয়া
- জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কোন্ দেশ থেকে নিযুক্ত হয়েছেন?
(ক) সুইজারল্যান্ড
(খ) কেনিয়া
(গ) পোর্তুগাল
(ঘ) কোনোটিই নয়
সম্পূর্ণ সাজেশন পেতে ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-----------------------------------
model activity task class 9 history wb
model activity task class 9 west bengal board
model activity task - class 9 pdf download
model activity task class 9 pdf all subject
model activity task class 9 mathematics
model activity task class 9 life science
model activity task class 9 history part-1
model activity task class 9 history answer
model activity task class 9 geography part 1
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ