মাধ্যমিক জীবন বিজ্ঞান
পঞ্চম অধ্যায়
নাইট্রোজেন চক্র
নীচের বাক্যগুলির শূণ্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাওঃ
- নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া _____________ কে নাইট্রাইটে পরিণত করে।
উত্তরঃ অ্যামোনিয়াম
- _____________ পদ্ধতিতে NH3 থেকে NO2 উৎপন্ন হয়।
উত্তরঃ নাইট্রিফিকেশন
- নাইট্রোসোমোনাস একটি ______________ ব্যাকটেরিয়া।
উত্তরঃ নাইট্রিফাইং
- _____________ ব্যাকটেরিয়ার ক্রিয়ায় বাতাসে নাইট্রোজেনের সংবন্ধনকারী ব্যাকটেরিয়া।
উত্তরঃ ডিনাইট্রিফাইং
- জীবের মৃত্যুর পর তাদের দেহ ____________ দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিনত হয়।
উত্তরঃ অ্যামোনিফাইং
নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
- SO2 ও NH3 হল দুটি গ্রিন হাউস গ্যাস।
উত্তর : মিথ্যা
- অ্যানাবিনা নামক শৈবাল সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন শোষণ করতে পারে।
উত্তর : মিথ্যা
- বাতাসের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে এমন একটি নীলাভ সবুজ শৈবাল হল রাইজোবিয়াম।
উত্তর : মিথ্যা
- নাইট্রোজেনেজ উৎসেচক নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে।
উত্তর : সত্য
- নস্টক ও অ্যানাবিনাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া।
উত্তর : সত্য
বামস্তম্ভ ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখ :
বাম স্তম্ভ
২.১ বায়ুমন্ডলের নাইট্রোজেনের পরিমাণ
২.২ মাটির ক্ষারকীয়তা বৃদ্ধি
২.৩ কারসিনোজেন
২.৪ নাইট্রোজেন যুক্ত সার
২.৫ বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ
ডান স্তম্ভ
(ক) KNO3
(খ) 78.09%
(গ) 0.04%
(ঘ) নাইট্রোসামিন
(ঙ) ইউরিয়া
উত্তর : ২.১ বায়ুমন্ডলের নাইট্রোজেনের পরিমাণ - (খ) 78.09%
২.২ মাটির ক্ষারকীয়তা বৃদ্ধি - KNO3
২.৩ কারসিনোজেন - নাইট্রোসামিন
২.৪ নাইট্রোজেন যুক্ত সার - ইউরিয়া
২.৫ বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ - 0.04%
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
---------------------------------------------------
WB Class ten life science Suggestion 2021 WBBSE
madhyamik life science suggestion 2021 pdf free
west bengal board class 10 life science question paper
madhyamik suggestion 2021 physical science pdf
class 10 physical science suggestion 2021
higher secondary suggestion 2021
2021 madhyamik physical science question answer
west bengal higher secondary exam 2021 suggestion
madhyamik math suggestion 2021 pdf
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ