LightBlog
Madhyamik Bengali Suggestion 2022 WBBSE – আফ্রিকা – রবীন্দ্রনাথ ঠাকুর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Bengali Suggestion 2022 WBBSE – আফ্রিকা – রবীন্দ্রনাথ ঠাকুর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২

মাধ্যমিক বাংলা

আফ্রিকা

রবীন্দ্রনাথ ঠাকুর 


নীচের অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ (কমবেশি ২০ শব্দে)


  • 'আফ্রিকা' কবিতার প্রধান উৎসগ্রন্থ কোনটি?

উত্তরঃ বিশ্বভারতী প্রকাশিত 'সঞ্চয়িতা' গ্রন্থ।


  • "তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে'' -ঘন-ঘন মাথা নাড়া'র কারণ কী ছিল? 

উত্তরঃ সৃষ্টিকে নিখুঁত করার জন্য বারবার প্রাকৃতিক পটভূমির পরিবর্তন ঘটাচ্ছিলেন এবং অধৈর্য হয়ে ঘন-ঘন মাথা নাড়াচ্ছিলেন।


  • ''ছিনিয়ে নিয়ে গেল তোমাকে," - 'তোমাকে' বলতে কার কথা বোঝানো হয়েছে?

উত্তরঃ অন্ধকারচ্ছন্ন আফ্রিকার বোঝানো হয়েছে।


  • "কৃপণ আলোর অন্তঃপুরে।" -আলোকে 'কৃপণ' বলা হয়েছে কেন? 

উত্তরঃ আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে চিরহিরৎবৃক্ষের যে- নিবিড় অর‍্যণভূমি রয়েছে, তা লতা-গুল্ম-বৃক্ষে এতটাই পরিপূর্ণ এবং আচ্ছাদিত যে, সূর্যের আলোও সেখানে যথেষ্ট পৌঁছাতে পারে না।


  • '...নিভৃত অবকাশে' আফ্রিকা কী সংগ্রহ করছিল?

উত্তরঃ নিভৃত অবকাশে,বনস্পতির নিবিড় পাহারায়, প্রায় অন্ধকারে বসে আদিম আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল।


  • "বিদ্রুপ করেছিলে ভীষণকে" - কে 'ভীষণ'? কে  কীভাবে বিদ্রুপ করেছে?

উত্তরঃ নবগঠিত আফ্রিকা তার প্রাকৃতিক প্রতিকূলতা ও ভীষণতাকে ভয় পেয়ে হতবুদ্ধি হয়ে পড়েনি, বরং এর জবাবে আরও বিধ্বংসী হয়ে উঠে তাকে বিদ্রুপ করেছে।


  • ''অপরিচিত ছিল তোমার মানবরূপ'' -কার 'মানবরূপ' কেন অপরিচিত ছিল?

উত্তরঃ ছায়াবৃতা আফ্রিকাকে অবজ্ঞার কালো ঘোমটার নীচে রাখার জন্য, উপেক্ষার আচ্ছন্ন দৃষ্টিতে তার 'মানবরূপ' ধরা পড়েনি-তা দীর্ঘকাল অপ্রিচিতই ছিল।


  • "নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা।'' -কীভাবে, কার নির্লজ্জ অমানুষতা প্রকাশ পেয়েছিল?

উত্তরঃ বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলি সাম্রাজ্যবিস্তারের লক্ষ্যে নেকড়ের ক্ষুধা নিয়ে আফ্রিকার উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে বর্বর আক্রমণ চালিয়ে, মানুষকে শৃঙ্খলিত ও রক্তাক্ত করে শোষণ রাষ্ট্রগুলি তাদের নির্লজ্জ অমানুষতা প্রকাশ করেছিল।


  • ''চিরচিহ্ণ দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।'' - ইতিহাসকে কীভাবে অপমানিত হতে হয়েছে? 

উত্তরঃ আফ্রিকার ইতিহাস শ্বেতাঙ্গ ঔপনিবেশিকদের বর্বরোচিত আক্রমণে, নির্লজ্জ উৎপীড়নে , অসহায় মানুষের ভাষাহীন কান্নায় লিখিত। তাই ইতিহাস যেন চিরকালীন অপমানের ইতিবৃত্ত।


  • ''আজ যখন পশ্চিম দিগন্তে '' -পশ্চিম দিগন্তে কী ঘটে চলেছিল?

উত্তরঃ পশ্চিম দিগন্তে ঘনিয়ে এসেছিল প্রদোষকাল। ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসেছিল। তারা অশুভ ধ্বনিতে  করেছিল দিনের অন্তিমকাল।


  • 'মানবহারা মানবীর দ্বারে' দাঁড়িয়ে যুগান্তের কবি কী বলবেন?

উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, 'মানবহারা মানবী' আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে যুগান্তের কবি বলবেন- 'ক্ষমা করো'।  


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন


Tags Line

-------------------------------------------------

Madhyamik Bengali Suggestion 2021 WBBSE

madhyamik suggestion 2021

madhyamik bengali suggestion 2021 pdf

2021 madhyamik bengali suggestion

madhyamik 2021 suggestion pdf

madhyamik suggestion 2021 pdf free download

madhyamik english suggestion 2021

last minute suggestion for madhyamik 2021

madhyamik suggestion 2021 history pdf

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close