Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - চতুর্থ অধ্যায় - অভিব্যক্ত - বহুবিকল্প - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২
Type Here to Get Search Results !

Madhyamik Class 10 Life Science Suggestion 2022 WBBSE - মাধ্যমিক জীবন বিজ্ঞান - চতুর্থ অধ্যায় - অভিব্যক্ত - বহুবিকল্প - মাধ্যমিক দশম শ্রেনী জীবন বিজ্ঞান সাজেশন ২০২২

 মাধ্যমিক জীবন বিজ্ঞান

চতুর্থ অধ্যায়

অভিযোজন



প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখোঃ


  • প্রাণ সৃষ্টি সংক্রান্ত জৈব রাসায়নিক মতবাদটি প্রবর্তন করেন –

(ক) ওপারিন

(খ) সিডনিফক্স

(গ) মিলার

(ঘ) হ্যালডেন ও ওপারিন

উত্তরঃ (ঘ) হ্যালডেন ও ওপারিন


  • নীচের কোন্‌টি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য?

(ক) গঠনগতভাবে ভিন্ন

(খ) আভিসারী বিবর্তনকে নির্দেশ করে

(গ) উৎপত্তিগতভাবে ভিন্ন

(ঘ) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক

উত্তরঃ (ঘ) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক


  • আদি কোশের অপর নাম –

(ক) প্রোটোসেল

(খ) নিউক্লিয়াস অ্যাসিড

(গ) গ্লাইসিন

(ঘ) অ্যামাইনো অ্যাসিড


  • ঘোড়ার অভিব্যক্তিতে নীচের কোন সজ্জাক্রমটি সঠিক ?

(ক) ইওহপ্পাস – মেরিচিপ্পাস – ইকুয়াস – প্লায়োহিপ্পাস – মেসোহিপ্পাস

(খ) ইক্যুয়াস – প্লায়োহিপ্পাস – মেরিচিপ্পাস – মেসোহিপ্পাস – ইওহিপ্পাস

(গ) মেরিচিপ্পাস – মেসোহিপ্পাস – ইওহিপ্পাস – ইক্যুয়াস – প্লায়োহিপ্পাস

(ঘ) ইওহিপ্পাস – মেসোহিপ্পাস – মেরিচিপ্পাস – প্লায়োহিপ্পাস – ইক্যুয়াস

উত্তরঃ (ঘ) ইওহিপ্পাস – মেসোহিপ্পাস – মেরিচিপ্পাস – প্লায়োহিপ্পাস – ইক্যুয়াস


  • অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা হলেন –

(ক) হুগো-দ্য-ভ্রিস

(খ) ল্যামার্ক

(গ) ভাইসম্যান

(ঘ) ডারউইন

উত্তরঃ (খ) ল্যামার্ক


  • সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল –

(ক) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন 

(খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজে এক

(গ) অপসারী বিবর্তনকে নির্দেশ করে

(ঘ) উৎপত্তিগত ও গঠনগতভাবে এক

উত্তরঃ (খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজে এক


  • ‘ফিলোসোফিক জুওলজিক’ পুস্তকটির রচয়িতা –

(ক) ল্যামার্ক

(খ) ডারউইন

(গ) মেন্ডেল

(ঘ) ভাইসম্যান

উত্তরঃ (ক) ল্যামার্ক


  • পাখির ডানা ও প্রজাপতির ডানা হল –

(ক) সমবৃত্তীয় অঙ্গ

(খ) নিষ্ক্রিয় অঙ্গ

(গ) বৃক্ক

(ঘ) যকৃৎ

উত্তরঃ (ক) সমবৃত্তীয় অঙ্গ


  • সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগসাধন করে –

(ক) প্লাটিপাস

(খ) পেরিপেটাস

(গ) সিলাকান্থ

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) প্লাটিপাস


  • কোন্‌টি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ?

(ক) অ্যাপেনডিক্স

(খ) ফুসফুস

(গ) বৃক্ক

(ঘ) যকৃৎ

উত্তরঃ (ক) অ্যাপেনডিক্স 


  • আধুনিক ঘোড়া হল –

(ক) ইয়োহিপ্পাস

(খ) ইক্যুয়াস

(গ) প্লায়োহিপ্পাস

(ঘ) মেসোহিপ্পাস

উত্তরঃ (খ) ইক্যুয়াস


  • ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম –

(ক) ইক্যুয়াস

(খ) মেসোহিপ্পাস

(গ) ইওহিপ্পাস

(ঘ) মেরিচিপ্পাস

উত্তরঃ (গ) ইওহিপ্পাস


  • “হট ডাইলিউট স্যুপ” –এর ধারনা দেন –

(ক) হ্যালডেন

(খ) ওপারিন

(গ) হ্যালডেন এবং ওপারিন

(ঘ) ফক্স

উত্তরঃ (ক) হ্যালডেন


  • তিমির ফ্লিপার ও পাখির ডানা হল –

(ক) সমবৃত্তীয় অঙ্গ

(খ) নিষ্ক্রিয় অঙ্গ

(গ) সমসংস্থ অঙ্গ

(ঘ) প্রতিস্থাপিত অঙ্গ

উত্তরঃ (গ) সমসংস্থ অঙ্গ


  • মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হল –

(ক) কক্সিক

(খ) নিকটিটেটিং

(গ) সিকাম

(ঘ) অ্যাপেনডিক্স

উত্তরঃ (ঘ) অ্যামেনডিক্স


  • প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন –

(ক) ল্যামার্ক

(খ) ভ্রিস

(গ) ডারউইন

(ঘ) মেন্ডেল

উত্তরঃ (গ) ডারউইন


  • আরশোলার ডানা ও বাদুড়ের ডানা হল –

(ক) সমসংস্থ অঙ্গ

(খ) সমবৃত্তীয় অঙ্গ

(গ) নিষ্ক্রিয় অঙ্গ

(ঘ) অগ্রপদের রূপান্তর

উত্তরঃ (খ) সমবৃত্তীয় অঙ্গ


  • ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন?

(ক) ডারউইন

(খ) ল্যামার্ক

(গ) মেন্ডেল

(ঘ) ভাইসম্যান

উত্তরঃ (ক) ডারউইন


  • সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয় যার ফলে সেটি হল –

(ক) অপসারী বিবর্তন

(খ) অভিসারী বিবর্তন

(গ) অপসারী ও অভিসারী বিবর্তন

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) অভিসারী বিবর্তন


  • আধুনিক দীর্ঘাকার এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বৈজ্ঞানিক নাম হল –

(ক) মেরিচিপ্পাস

(খ) ইওহিপ্পাস

(গ) প্লায়োহিপ্পাস

(ঘ) ইক্যুয়াস

উত্তরঃ (ঘ) ইক্যুয়াস


  • মাছ ও উভয়চরের মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী হল –

(ক) পেরিপিটাস

(খ) প্ল্যাটিপাস

(গ) ডিপনয়

(ঘ) সিলাকান্থ 

উত্তরঃ (গ) ডিপনয়


  • পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল –

(ক) হাইড্রোজেন

(খ) অক্সিজেন

(গ) মিথেন

(ঘ) অ্যামোনিয়া

উত্তরঃ (খ) অক্সিজেন


  • যে দুটি অঙ্গ সমসংস্থ নয়, তা হল –

(ক) বাদুড়ের ডানা ও মানুষের হাত

(খ) পাখির ডানা ও মানুষের হাত

(গ) বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা

(ঘ) তিমির প্যাডেল ও ঘোড়ার অগ্রপদ

উত্তরঃ (গ) বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা


  • বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন –

(ক) ডারউইন

(খ) ল্যমার্ক

(গ) হেকেল

(ঘ) ভাইসম্যান

উত্তরঃ (গ) হেকেল


আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন


Tags Line 

----------------------------------------------

class 10 life science suggestion 2021

class 10 life science suggestion 2021

class 10 life science question answer in bengali

madhyamik life science suggestion 2021

class 10 life science question answer in bengali pdf

madhyamik life science suggestion 2021 pdf

life science class 10 in bengali

madhyamik life science 2021 pdf

madhyamik suggestion 2021 physical science

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close