মাধ্যমিক জীবন বিজ্ঞান
তৃতীয় অধ্যায়
কয়েকটি সাধারন জিনগত রোগ
নীচের প্রশ্নগুলির উত্তর দুই বা তিনটি বাক্যে লেখোঃ
- থ্যালাসেমিয়া কাকে বলে?
- থ্যালাসেমিয়া কত প্রকার ও কি কি?
- থ্যালাসেমিয়ার লক্ষণগুলি উল্লেখ করো।
- থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর বারবার রক্তদান করলে কি কি সমস্যা দেয়?
- থ্যালাসেমিয়া রোগীদের বারবার রক্ত দিতে হয় কেন?
- বর্ণান্ধতার লক্ষণগুলি কি কি?
- বর্ণান্ধতার বংশগত সঞ্চারণ কীভাবে ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও।
- হিমোফিলিয়া রোগের কারন উল্লেখ করো।
- জেনেটিক কাউন্সেলিং কাকে বলে?
- থ্যালাসেমিয়া রোগে জিনগত পরমর্শের ভূমিকা কী?
- সেক্স- লিংকড্ জিন কাকে বলে?
নীচের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির উত্তর দাওঃ
- থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন্ তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্থ হয়? বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং - এর ভূমিকা কি?
- থ্যালাসেমিয়া রোগের উপসর্জ্ঞুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যাসন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ছকের সাহায্যে দেখাও।
- অনেক সময় দেখা যায় যে, বাবা ও মা উভয়ই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো।
- জেনেটিক কাউন্সিলিং কী? বংশগত জেনেটিক রোগ প্রতিরোধের ভূমিকা উল্লেখ করো।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
-----------------------------------------
WBBSE Class 10 Life Science Suggestion 2021
class 10 life science suggestion 2021
class 10 life science question answer in bengali
madhyamik life science suggestion 2021 pdf
class 10 life science question answer in bengali pdf
life science class 10 in bengali
madhyamik life science 2021 pdf
madhyamik suggestion 2021 physical science
madhyamik life science project
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ