মাধ্যমিক বাংলা
বহুরূপী
সুবোধ ঘোষ
নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
- "আক্ষেপ করেন হরিদা"-হরিদা কেন আক্ষেপ করেছিলেন?
উত্তরঃ জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তাঁর পায়ের ধুলো নিয়ে তিনি ধন্য হয়েছিলেন - এ কথাটা শুনে হরিদারও ইচ্ছে হলো তাঁর পায়ের ধুলো নেওয়ার, কিন্তু যখন শুনলো সে চলে গিয়েছেন তাই তাঁর আক্ষেপ হয়েছিল।
- "বাঃ, এ তো বেশ মজারব্যাপার।"- মজার ব্যাপারটি কী?
উত্তরঃ জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি তাঁর পায়ের ধুলো কাওকে নিতে দেয়নি, কিন্তু জগদীশবাবু সোনার বোল লাগানো কাঠের খড়ম পরানোর ছলে তিনি তাঁর পায়ে ধুলো নিয়েছিলেন-এটি হরিদার কাছে মজার ব্যাপার।
- "ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়।"-কোন ধরনের কাজ হরিদার পছন্দ নয়?
উত্তরঃ অফিস বা দোকানের বাঁধাধ্রা কাজ হরিদার পছন্দ নয়।
- "একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি।"- কার, কেন এই আপত্তি?
উত্তরঃ পেশায় বহুরূপী হরিদার জীবনে একটি নাটকীয় বৈচিত্র্য আছে। আর সেই দিকটা তিনি ধরে চান বলেই একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি।
- "হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে।"-এই 'নাটকীয় বৈচিত্র্য'টি কী?
উত্তরঃ বহুরূপী সাজ গ্রহণ করে মানুষকে বিস্মিত করার কাজটি হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য এনে দিত। তিনি বিভিন্ন ধরনের সাজ দেখিয়ে পথচলতি মানুষকে স্তম্ভিত করে দিতেন।
- "একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।"-কোথায়, কখন আতঙ্কের হ্ললা বেজে উঠেছিল?
উত্তরঃ একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল।
- "দুটো একটি পয়সা ফেলেও দিচ্ছে।"- কারা, কেন পয়সা ফেলছিল?
উত্তরঃ পাগলের থান ইটের আঘাত থেকে রেহাই পেতে বাসের যাত্রীরা দুটো একটি পয়সা ফেলেছিল।
- "খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা।"-কারা, কখন এমন ভাবনা ভাবেন?
উত্তরঃ বাসের ড্রাইভার কাশীনাথ হরিদাকে ধমক দিয়ে সরে যেতে বললে, বাসের যাত্রীরা বিস্মিত হয় আর পাগলের ছদ্মবেশধারী হরিদার প্রশংসায় সকলে পঞ্চমুখ হয়ে ওঠে। ঠিক তখনই বাসযাত্রীরা এমন ভাবনা ভাবেন।
- "মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন"- চমৎকার ঘটনাগুলি কী কী?
উত্তরঃ বহুরূপী হরিদা কখনও পাগল, রূপসি বাইজি, এবং কখনো পুলিশের সাজে নিখুত অভিনয় করে, মানুষকে চমকে দেন। এভাবে চমৎকার ঘটনাগুলি ঘটে।
- "আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা?"- হরিদার লাভ নেই কেন?
উত্তরঃ কথক ও বন্ধুদের খেলা দেখিয়ে হরিদার কোনো লাভ নেই। কেনো তাদের কাছ থেকে শুধু একটা সিগারেট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না।
- "বড়ো চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা।" - সন্ধ্যার চেহারাটির বর্ণনা দাও।
উত্তরঃ সন্ধ্যাবেলায় চাঁদের স্নিগ্ধ-শান্ত আলোয় উজ্জ্বল ফুরফুরে বাতাস এবং জগদীশবাবুর বাড়ির বাগানের গাছের পাতাগুলির ঝিরঝির শব্দে আন্দোলিত হচ্ছিল।
- "উজ্জ্বল একটি দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে।" - কথকের এমন মনে হওয়ার কারণ কী?
উত্তরঃ আগন্তুকের শীর্ণ এবং প্রায় অশরীরী চেহারা আর চোখের উদাত্ত শান্ত উজ্জ্বল রূপ দেখে কথকের এমন মনে হয়েছে।
- "ব্যাকুল স্বরে প্রার্থনা করন" - কে, কী প্রার্থনা করেন?
উত্তরঃ জগদীশবাবুর দেওয়া একশো টাকার প্রণামী গ্রহন করে যেন বিরাগীজি শান্তিদান করুন।
- "অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না।" - হরিদার কোন্ ভুলের কথা এখানে বলা হয়েছে?
উত্তরঃ জগদীশবাবুর একশো টাকা প্রণামী স্বরূপ না নেওয়ার ভুলের কথা এখানে বলা হয়েছে।
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
------------------------------------------
madhyamik physical science suggestion 2021 download free
madhyamik physical science book pdf
madhyamik math suggestion 2021 pdf download
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik physical science suggestion 2021 bengali version
madhyamik physical science question paper 2021
madhyamik history suggestion 2021 pdf free download
madhyamik physical science question answer
physical science madhyamik question 2021
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ