মাধ্যমিক বাংলা
বহুরূপী
সুবোধ ঘোষ
- "শুনেছেন, হরিদা,কী কান্ড হয়েছে?" - কান্ডটি কোথায় হয়েছিল?
(ক) জগদীশবাবুর বাড়িতে
(খ) চকের বাস স্ট্যান্ডে
(গ) কথকের আড্ডার ঘরে
(ঘ) দয়ালবাবুর লিচু বাগানে
উত্তরঃ (ক) জগদীশবাবুর বাড়িতে
- একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি -
(ক) বৈরাগী
(খ) গল্পের কথক
(গ) হরিদা
(ঘ) সন্ন্যাসী
উত্তরঃ (ঘ) সন্ন্যাসী
- "খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। আন্যদিকে যাও।" -এ কথা বলেছে -
(ক) কাশীনাথ
(খ) জনৈক বাসযাত্রী
(গ) অনাদি
(ঘ) ভবতোষ
উত্তরঃ (ক) কাশীনাথ
- " সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।" - সেদিন হরিদা ছিলেন -
(ক) বাউলের ছদ্মবেশে
(খ) বিরাগীর ছদ্মবেশে
(গ) বাইজির ছদ্মবেশে
(ঘ) শিবের ছদ্মবেশে
উত্তরঃ (গ) বাইজির ছদ্মবেশে
- নকল-পুলিশ হরিদা কত টাকা ঘুষ নিয়েছিল?
(ক) বারো আনা
(খ) চার আনা
(গ) ছয় আনা
(ঘ) আট আনা
উত্তরঃ (ঘ) আট আনা
- পুরোদিনটা বহুরূপীর রূপ ধরে ঘুরে বেড়িয়েও -
(ক) পাঁচ-ছয় টাকার বেশি হয় না
(খ) দু-তিন টাকার বেশি হয় না
(গ) সাত-আট টাকার বেশি হয় না
(ঘ) তিন-চার টাকার বেশি হয় না
উত্তরঃ (খ) দু-তিন টাকার বেশি হয় না
- বড়ো চমৎকার আজকের এই -
(ক) সকালে চেহারা
(খ) অপরাহ্লের চেহারা
(গ) সন্ধ্যার চেহারা
(ঘ) দুপুরের চেহারা
উত্তরঃ (গ) সন্ধ্যার চেহারা
- "আপনি কি ভগবানের চেয়েও বড়ো?"-এ কথা কে, কাকে বলেছেন?
(ক) ভবতোষ,হরিদাকে
(খ) বিরাগীবেশধারী হরিদা,জগদীশবাবুকে
(গ) জগদীশবাবু,সন্ন্যাসীকে
(ঘ) হরিদা,ভবতোষকে
উত্তরঃ (খ) বিরাগীবেশধারী হরিদা, জগদীশবাবুকে
- "ওসব হল সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা"-'ওসব বলতে বোঝানো হয়েছে -
(ক) ধন-জন-যৌবন
(খ) সংসার-আত্মীয়-পরিজন
(গ) অর্থ-সম্পত্তি-ঘরবাড়ি
(ঘ) কামনা-বাসনা-অহংকার
উত্তরঃ (ক) ধন-জন-যৌবন
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
---------------------------------------------
madhyamik bengali suggestion 2021 wbbse
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik suggestion 2021
madhyamik suggestion 2021 pdf
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik suggestion 2021 history pdf
madhyamik english suggestion 2021
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ