মাধ্যমিক বাংলা
হারিয়ে যাওয়া কালি কলম
শ্রীপান্থ
বহুবিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর ঃ
- "কিন্তু আমি ছাড়া কারও হাতে কলম নেই।" -'আমি' কে?
(ক) শ্রীপান্থ
(খ) রবীন্দ্রনাথ
(গ) বঙ্কিমচন্দ্র
(ঘ) শরৎচন্দ্র
উত্তরঃ (ক) শ্রীপান্থ
- ''দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়।'' -কী কাজ?
(ক) খাওয়া-পরা
(খ) বাড়ির প্রাত্যহিক কাজ
(গ) লেখালেখি
(ঘ) বাজার করা
উত্তরঃ (গ) লেখালেখি
- ''আমরা কলম তৈরি করতাম''-কী দিয়ে?
(ক) শর দিয়ে
(খ) বাঁশ দিয়ে
(গ) রোগা বাঁশের কঞ্চি দিয়ে
(ঘ) বাঁশের কঞ্চি দিয়ে
উত্তরঃ (গ) রোগা বাঁশের কঞ্চি দিয়ে
- "ওর কাছে ক' অক্ষর গোমাংস''-'ওর' বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) অক্ষরজ্ঞানহীনকে
(খ) সাক্ষরকে
(গ) গন্ডমূর্খকে
(ঘ) শিশুকে
উত্তরঃ (ক) অক্ষরজ্ঞানহীনকে
- "আমরা এত কিছু আয়োজন কোথায় পাব।'' -কোন বিষয়ে এ কথা বলা হয়েছে?
(ক) পুজো-আর্চার
(খ) পড়াশোনা
(গ) কালি তৈরির
(ঘ) পিকনিকের
উত্তরঃ (গ) কালি তৈরির
- ''লাউপাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হতো।'' -এখানে কী ঘষার কথা বলা হয়েছে?
(ক) উচ্ছিষ্ট খাবার
(খ) কালি
(গ) ময়লা
(ঘ) আঁঠা
উত্তরঃ (খ) কালি
- ''আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম,'' - এর সঙ্গে কোনটি সম্পর্কিত হতে পারে?
(ক) জুলিয়াস সিজার
(খ) বিসমার্ক
(গ) আব্রাহাম লিঙ্কন
(ঘ) নেপোলিয়ান
উত্তরঃ (ক) জুলিয়াস সিজার
- ''তার ইংরেজি নাম 'কুইল'।'' -কীসের ইংরাজি নাম?
(ক) নল-খাগড়ার কলমের
(খ) হাড়ের কলমের
(গ) পালকের কলমের
(ঘ) ব্রোঞ্জের কলমের
উত্তরঃ (গ) পালকের কলমের
- ''ফলে প্রত্যেকের পকেটে কলম।'' -কী কারণে?
(ক) সকলেই শিক্ষিত
(খ) নিজেকে শিক্ষিত ভাবার জন্য
(গ) কলম সস্তা
(ঘ) কলম রাখা বাধ্যতামূলক
উত্তরঃ (গ) কলম সস্তা
- ''আমরা শুধু জানি দেশে সবাই স্বক্ষর না হলেও কলম এখন...।''কী?
(ক) নানারকম
(খ) সস্তা
(গ) নানা দামের
(ঘ) সর্বজনীন
উত্তরঃ (ঘ) সর্বজনীন
- ''তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন।'' -তিনি কে?
(ক) লর্ড কার্জন
(খ) শরদিন্দু বন্দোপাধ্যায়
(গ) শেকসপিয়র
(ঘ) লুইস অ্যাডসন ওয়াটারম্যান
উত্তরঃ (ঘ) লুইস অ্যাডসন ওয়াটারম্যান
- "আমি সেদিন সেই জাদু-পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম।" -'জাদু-পাইলট কী?
(ক) একটি ঘড়ি
(খ) জাপানি ফাউন্টেন পেন
(গ) জাদুকর পাইলট
(ঘ) পাইলটের জাদু
উত্তরঃ (খ) জাপানি ফাউন্টেন পেন
- "এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে ।" -বক্তা কে?
(ক) শৈলজানন্দ মুখোপাধ্যায়
(খ) কালকূট
(গ) শ্রীপান্থ
(ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ (ক) শৈলজানন্দ মুখোপাধ্যায়
- "সে সব গোরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি।" -সেসব কী?
(ক) কলমের ক্লিপ
(খ) কলমের জিভ
(গ) কলমের নিব
(ঘ) কলমের ঢাকনা
উত্তরঃ (গ) কলমের নিব
- "সোনার দোয়াত কলম যে সত্যই হতো;" -তা কীভাবে লেখক জেনেছিলেন?
(ক) অবনীন্দ্র ঠাকুরের মুখে শুনে
(খ) রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে শুনে
(গ) সুভো ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে
(ঘ) শুভেন্দ্র ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে
উত্তরঃ (গ) সুভো ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে
- "কম্পইউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে।" -'তাদের' মানে কাদের?
(ক) কলমগুলিকে
(খ) লেখার খাতাগুলিকে
(গ) মুদ্রিত বইগুলিকে
(ঘ) কাঠের পেন্সিলগুলিকে
উত্তরঃ (ক) কলমগুলিকে
- 'ক্যালিগ্রাফিস্ট' - এর শুদ্ধ বাংলা কী?
(ক) লেখক
(খ) লিপি
(গ) লিপি আলেখ্য
(ঘ) লিপিকুশলী
উত্তরঃ (ঘ) লিপিকুশলী
- "বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত ।" -কোন সময়ে?
(ক) আঠারো শতকে
(খ) সতেরো শতকে
(গ) উনিশ শতকে
(ঘ) বিশ শতকে
উত্তরঃ (গ) উনিশ শতকে
- "সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন"-কে?
(ক) সত্যজিৎ রায়
(খ) শুকুমার রায়
(গ) লীলা মজুদার
(ঘ) সন্দীপ রায়
উত্তরঃ (ক) সত্যজিৎ রায়
আরোও পড়ুন ঃ এইখানে ক্লিক করুন
Tags Line
------------------------------------------------------
madhyamik Class 10 Bengali Suggestion 2021 WBBSE
madhyamik suggestion 2021
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik suggestion 2021 pdf free download
madhyamik bengali suggestion 2021 pdf
madhyamik suggestion 2021
madhyamik suggestion 2021 history pdf
madhyamik geography suggestion 2021 pdf
madhyamik english suggestion 2021
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ